বাংলা হান্ট ডেস্ক: পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে প্রতিটি বয়স ও প্রতিটি শ্রেণীর জন্য সঞ্চয় করার প্রকল্প আছে (Post Office Scheme)। এই প্রকল্প কেবলমাত্র ভালো রিটানই দেবে না। পাশাপাশি দেবে নিরাপত্তাও । অর্থাৎ সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে বিনিয়োগের বিকল্প হল পোস্ট অফিস। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের কথা বলতে গেলে, প্রতি মাসে নির্দিষ্ট আয় দেয়। আজকের প্রতিবেদনে রইল পোস্ট অফিসের এমন একটি স্কিমের বিষয়ে তথ্য যেখানে আপনি সুদ বাবদ পাবেন ৬ লক্ষ টাকা।
পোস্ট অফিসের এই স্কিমে সুদ বাবদ মিলবে ৬ লক্ষ টাকা (Post Office Scheme)
দেশব্যাপী অনেক সরকারি প্রকল্পের মধ্যে পোস্ট অফিসে এমন একটি জনপ্রিয় স্কিম (Post Office Scheme) রয়েছে যেখানে বিনিয়োগকারীদের কেবল মূলধন সুরক্ষিত রাখেনা, পাশাপাশি দেয় ভালো রিটার্ন। সম্প্রতি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে ৬.৭০% সুদের হার ঘোষণা করা হয়েছে। যেখানে এই স্কিমে একজন বিনিয়োগকারী মাত্র ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আরও পড়ুন: গঙ্গাসাগর যেতে আর চিন্তা নয়! মেলা উপলক্ষে রেলের বাড়তি ট্রেন পরিষেবা, রইল টাইমটেবিল
পোস্ট অফিসের এই স্কিমে প্রতিদিন ৪০০ টাকা করে সঞ্চয় করলে একজন বিনিয়োগকারী পাঁচ বছরের মধ্যে জমা করতে পারবেন ৮ লক্ষ টাকা। আর যদি এই সময় পাঁচ বছরের থেকে বেশি বাড়ানো যায়, তাহলে সেই ব্যক্তি মোট জমা করতে পারবেন ১৪.৪০ লক্ষ টাকা। একই সঙ্গে প্রায় ৬.১০ লক্ষ টাকা সুদ যুক্ত হবে। এর ফলে মাত্র ৪০০ টাকা প্রতিদিন সঞ্চয় করলে বছরে প্রায় ২০ লক্ষ টাকার একটি বিরাট অংক তৈরি হবে।
এই স্কিমের ফলে নির্দিষ্ট সময়ের পরে জমা টাকার ৫০% পর্যন্ত লোন নেওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া আপনি যদি তিন বছর পর এই স্কিমটি বন্ধ করতে চান তাহলে সুদসহ আপনার সঞ্চিত অর্থ আপনাকে দিয়ে দেওয়া হবে। যার সরকারি স্কিম হওয়ায় বিনিয়োগকারীদের জন্য একটি বড় নিশ্চয়তা হয়ে দাঁড়ায়।
এছাড়া পোস্ট অফিসের এই নতুন স্কিম শুধুমাত্র যে সঞ্চয়কারীদের জন্য তা নয়। এটি তাদের জন্য যারা দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করে। পাশাপাশি শুরু থেকে স্থায়ী আয় নিশ্চিন্ত করতে চায়, তাদের জন্য পোষ্ট অফিসের এই স্কিমটি (Post Office Scheme) অত্যন্ত লাভজনক।
(Disclaimer: যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন। বাংলা হান্ট কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)












