বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুধবার যখন বিরাট কোহলি পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলার জন্য মাঠে নামবেন, তখন তিনি হবেন একজন সাধারণ খেলোয়াড়। পাঁচ বছরের মধ্যে প্রথমবার তিনি কোনও ভারতীয় দলে থেকেও তার অধিনায়কত্ব করবেন না। পরিবর্তনের হাওয়া ভারতীয় ক্রিকেট জুড়ে জোরালোভাবে বইতে শুরু করেছে। বিরাট পরবর্তী অধ্যায়ের শুরুটা কেমন হয় তা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
কোহলি একজন অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফির জয়ের জন্য নিজের সবটা দিয়ে চেষ্টা করেছিলেন। তিনিই মূলত গত এক দশকে ধরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন দেখিয়েছেন তার দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে। কিন্তু তার অধিনায়কত্বে দু বার কোনও আইসিসি আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে উঠেও ট্রফি জিততে ব্যর্থ হয়। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে বিশ্বকাপ আগামী ২০ মাসের মধ্যে পরপর আয়োজিত হবে। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের নতুন অধিনায়কের সাথে মিলে দলটাকে গুছিয়ে নিতে চান।
এই সিরিজে যদিও নির্বাচিত ভারত অধিনায়ক রোহিত শর্মা-কে পাবে না ভারত। চোটের জন্য তিনি সিরিজের বাইরে। অধিনায়ক লোকেশ রাহুল এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। তিনি প্রথম ম্যাচে কিছু তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। নিজে আজকের সম্ভাব্য একাদশ তুলে ধরা হলো।
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর,