চন্দননগরে ‘ইন্দ্রনীল”কে চাই না, চাই ভূমিপুত্রকে! এলাকা জুড়ে পোস্টার ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে বিক্ষোভের সুর বেড়েই চলেছে। টিকিট প্রত্যাশীরা একে একে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এমনকি অনেকেই আবার দলও ছেড়ে দিয়েছেন। কয়েকজন বিজেপিতে যোগও দিয়ে দিয়েছেন। আর এরমধ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের চিত্র ফুটে উঠল চন্দননগর থেকে। সেখানে তৃণমূলের প্রার্থী ইন্দ্রনীল সেনকে সরিয়ে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি উঠেছে।

ইন্দ্রনীলকে সরিয়ে চন্দননগরের তৃণমূলের প্রতিষ্ঠাতা জয়দেব সিংহকে সেখানে প্রার্থী করার দাবি তুলেছে তৃণমূলের একাংশ। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে চন্দননগর তৃণমূলের মধ্যে ইন্দনীল সেনকে নিয়ে কোনও ক্ষোভ নেই। বিজেপি ইচ্ছাকৃত ভাবে এসব পোস্টার লিখিয়ে আমাদের নাম খারাপ করছে। আরেকদিকে, বিজেপির তরফ থেকে বলা হয়েছে, তৃণমূলের কোন্দলের জেরেই এসব হচ্ছে। পোস্টারে নাম লেখা তৃণমূল নেতা জয়দেব সিংহ জানিয়েছেন, দল চাইলে আমি প্রার্থী হতে রাজি।

poster

তবে শুধু চন্দননগরেই না, অনেক বিধানসভা কেন্দ্রেই তৃণমূলের কর্মীরা প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বিশেষ করে যেই আসন গুলোতে জয়ী বিধায়কদের টিকিট দেওয়া হয়নি সেখানে তৃণমূল কর্মীরা ব্যাপক ক্ষোভ দেখিয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর