‘শাহজাহানকে দমানো যাবে না’, টোটো থেকে অটো, এবার ‘বাঘের’ সমর্থনে সন্দেশখালিতে পোস্টার যুব তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ যেই শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে ক্রমশ চড়ছে উত্তাপ, সন্দেশখালিতে (Sandeshkhali) এবার সেই শাহজাহানের (Sheikh Shahjahan) সমর্থনেই পড়ল পোস্টার। শাহজাহানের সপক্ষে এবার পোস্টারে ছেয়ে গেল অটো, টোটো, বাস ও দেওয়াল। তৃণমূল (Trinamool Congress) নেতা শাহজাহানের পক্ষে সন্দেশখালি যুব তৃণমূলের নামে পোস্টার। সোমবার সকাল থেকে এই নিয়ে শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়।

এর আগে গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহানের ঠিকানায় হানা দেয় ইডি। তবে তৃণমূল নেতার অনুগামীদের হাতে মার খেয়ে এলাকাছাড়া হতে হয় তাদের। সেই ঘটনার পর ৫৩ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা। চলছে তার খোঁজ। এরই মধ্যে ‘অভিযুক্ত’ শাহজাহানের সপক্ষে পোস্টার সন্দেশখালিতে।

গুচ্ছ গুচ্ছ অভিযোগ থাকা সত্ত্বেও কেন শেখ শাহজাহানকে এখনও গ্রেফতার করা হচ্ছে না, প্রতিদিন এই প্রশ্ন তুলেও আরও ফুঁসে উঠছেন সন্দেশখালির বাসিন্দারা। আর সেই সন্দেশখালিতে ‘বাঘের’ সমর্থনে পোস্টার। সন্দেশখালি যুব তৃণমূলের নামে পোস্টার দেওয়া হয়েছে।

পোস্টারে লেখা, ‘মিথ্যে অপপ্রচার, ED ও CBI দিয়ে জননেতা সেখ সাহাজাহানকে দমানো যাচ্ছে না, যাবে না !! সৌজন্যে সন্দেশখালি যুব তৃণমূল কংগ্রেস।’ এর আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে পোস্টার পড়েছে সন্দেশখালিতে। শাহজাহানের গ্রেফতারির দাবিতে পোস্টারে ছয়লাপ হয়েছিল একাধিক জায়গা। তবে এবারে বুমেরাং। শাহজাহানকে ‘জননেতা’র তকমা দিয়ে তার পক্ষে সন্দেশখালিতে যুব তৃণমূল কংগ্রেসের পোস্টার।

প্রসঙ্গত, পরপর দুদিন শেখ শাহজাহানকে নিয়ে মুখ খুলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, ‘আদালত একবার পুলিশকে দায়িত্ব দিলে ১০ দিনের মধ্যে শেখ শাহাজাহান গ্রেফতার হবে’।

‘শেখ শাহাজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আদালত। সন্দেশখালিকাণ্ডে আদালত কখনও সিবিআই, কখনও ইডি আবার কখনও যৌথ দায়িত্ব দিচ্ছে। যেহেতু মামলাটি এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন তাই আদালত রায় ঘোষণা না করা পর্যন্ত পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারছে না। তবে আদালত পুলিশের হাতে দায়িত্ব দিলে ১০ দিনের মধ্যে শেখ শাহাজাহান গ্রেফতার হবে। ‘ মন্তব্য অভিষেকের।

tmc leader sheikh shahjahan

আরও পড়ুন: মহিলা আন্দোলনে জ্বলছে সন্দেশখালি! কার নির্দেশে এত কিছু? এবার ‘ম্যাডাম’এর নাম বললেন ‘সেই’ গীতা

শুধু তাই নয়, অভিষেক আরও বলেন, ‘অভিযোগের ভিত্তিতে সন্দেশখালির উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান নথিভুক্ত হয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে শেখ শাহজাহান কে?’ আর এর মধ্যেই শাহজাহানের পক্ষে যুব তৃণমূলের পোস্টারে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘যেই ভাইপো বলল শাহজাহান ১০ দিনের মধ্যে গ্রেফতার হবে অমনি পক্ষে পোস্টার। এসব পুলিশের দেওয়া পোস্টার। আসলে এসব দিয়ে শাহজাহানকে বার্তা দেওয়া হচ্ছে যে যাই হয়েছ যাক ন কেন তাকে পুলিশ কখনও গ্রেফতার করবে না।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর