আধারের সঙ্গে ফোন নাম্বার লিংক করতে কিনতে হবে গঙ্গাজল! চাঞ্চল্য হুগলিতে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিংক করাতে হলে কিনতেই হবে গঙ্গাজল। এমনই অদ্ভুত অভিযোগ পোস্ট অফিসের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা দাদপুর ব্লকের গোস্বামী মালিপাড়া পোস্ট অফিসে।

জানা যাচ্ছে, কয়েকদিন ধরেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করার কাজ চলছে হুগলির ওই পোস্ট অফিসে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেখানে মোবাইল নম্বর লিংক করাতে গেলেই অতিরিক্ত টাকা দিয়ে গঙ্গাজল কিনতে বাধ্য করছে পোস্ট অফিস।

বাসিন্দারা জানান, ফোন নম্বর লিংক করার জন্য এমনিতে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। কিন্তু তার উপর গঙ্গাজলের জন্য দিতে হচ্ছে বাড়তি ৩০ টাকা। মোট ৮০ টাকা দিলেই তবেই মিটছে কাজ। অতিরিক্ত টাকা না দিলে আধারকার্ড আটকে রাখারও অভিযোগ উঠেছে গোস্বামী মালিপাড়া পোস্ট অফিসের পোস্ট মাস্টার অসীম চক্রবর্তীর বিরুদ্ধে।

এহেন ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছে তৃণমূল। সেই মত এদিন পোস্ট অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। পুরো ঘটনাটিই অবশ্য অস্বীকার করেছেন পোস্ট মাস্টার অসীম চক্রবর্তী। সবাইকে গঙ্গাজল কেনার অনুরোধ জানিয়েছিলেন মাত্র, বলেই দাবি তাঁর। ঘটনায় কার্যতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

X