অবশেষে স্বস্তি মধ্যবিত্তের রান্নাঘরে, কাল থেকেই বাজারে বিক্রি হবে একদামে আলু

Published On:

করোনা পরিস্থিতিতে সকলেরই আয় হয়েছে সীমিত। অথচ আলু (potato) পেঁয়াজের দাম হয়েছে আকাশছোঁয়া। পরিস্থিতি এমনই সামান্য আলু কিনতেও খসাতে হচ্ছে ৪০ টাকার বেশি। এবার এই পরিস্থিতিতে মাঠে নামল রাজ্য সরকার। কাল থেকেই রাজ্যের প্রতিটি বাজারে আলু বিক্রি হবে ২৫ টাকা কিলোদরে৷

রাজ্য সরকারের কৃষি ও বিপনন সূত্রে খবর, কাল থেকে রাজ্যের সব নথিভুক্ত বাজারে জ্যোতি আলু কেনা যাবে ২৫ টাকাতেই। রাজ্য সরকার ২২ টাকা প্রতি কিলো হিসাবে প্রতিটি খুচরো ব্যবসায়ীকে এই আলু দেবে। তারা সেই আলু বিক্রি করবে ৩ টাকা কিলো প্রতি লাভ রেখে।

কৃষি বিপনন সচিব রাজেশ সিনহা গতকাল এই বিষয়ে টাস্ক ফোর্সের সাথে আলোচনা করেন। এরপরেই টাস্কফোর্স বিভিন্ন বাজার কমিটির সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত জানায়।

আলু/ Potato

তবে এই আলু বিক্রির ক্ষেত্রে শর্তও বেঁধে দিয়েছে রাজ্য সরকার। অন্য কোনও আড়তদারের থেকে অন্য আলু বা জ্যোতি আলু কিনে একই সাথে বিক্রি করা যাবে না। এক দোকানে দুইরকম আলু দুই দামে বিক্রি করা যাবে মা। এই নিয়ম না মানলে ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

 

X