৬ টাকা কেজি অথচ বাজারদর ২০! বিরাট ক্ষতির মুখে বাংলার আলু চাষীরা

Published on:

Published on:

Potato prices hit farmers

বাংলা হান্ট ডেস্কঃ ধান চাষের মরসুমে অনেক কৃষক ভরসা করেন কোল্ড স্টোরে রাখা আলুর ওপর। কিন্তু এবছর আলুর দাম (Potato Price) এমনভাবে পড়েছে যে চাষিদের মাথায় হাত পড়েছে। খোলা বাজারে যেখানে আলু বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা কেজি দরে, সেখানে কোল্ড স্টোরে রাখা আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ৬-৭ টাকায়।

শুরুতে আলুর বস্তা বিক্রি হয়েছিল ৪০০ থেকে সাড়ে ৪৫০ টাকায়। দাম (Potato Price) বাড়বে এই আশায় বহু চাষি আলু তুলে কোল্ড স্টোরে রেখে দেন। কিন্তু এখন সেই আলু ৩০০-৩২০ টাকা বস্তায় বিক্রি হচ্ছে। ফলে এক কেজি আলুর দাম দাঁড়াচ্ছে ছয় টাকার কাছাকাছি। এতে খরচই উঠছে না, লাভ তো দূরের কথা।

মধ্যস্বত্বভোগীদের হাতে বাজারের নিয়ন্ত্রণ

যেখানে শহরে আলু বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা কেজি দরে, সেখানে চাষিরা পাচ্ছেন কেজি প্রতি ছয় টাকা, সেখানে শহরের বাজারে সেই আলু বিক্রি হচ্ছে তিনগুণ দামে। অনেক চাষির প্রশ্ন, “এই ফারাক কেন?” অনেকেই বলছেন, এর থেকে মাঠেই আলু বিক্রি করলে হয়তো কম ক্ষতি হতো।

Potato prices hit farmers

আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই’, সিভিক ভলেন্টিয়ারের পোশাকে সটান ১৪ তলায় পৌঁছে গেলেন তমলুকের যুবক! তারপর…

সরকারি হস্তক্ষেপের দাবি কৃষকদের

হুগলির ব্যবসায়ীরা জানিয়েছেন, এখনও কোল্ড স্টোরে ৭৫% আলু পড়ে আছে। রাজ্যের বাইরে যদি আলু পাঠানো যায়, তাহলে দাম (Potato Price) কিছুটা উঠতে পারে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, সরকার বিষয়টি জানে এবং মুখ্যমন্ত্রী নিশ্চয় ব্যবস্থা নেবেন।