বাংলা হান্ট ডেস্কঃ ভাদ্র মাসের তীব্র তাপদাহের মধ্যেও সারা রাজ্য জুড়ে লোডশেডিং। ঘোরতর বিদ্যুৎ সংকটে (Power Supply Crisis) ধুঁকছে রাজ্য। এক দুদিন বা কিছুক্ষণের জন্য নয়, রোজই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। দীর্ঘসময় ধরে লোডশেডিং এর ফলে বহু এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। প্রচন্ড গরমের কারণে বিদ্যুৎহীন অবস্থায় ঘরে থাকাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
কলকাতা ও তার আশেপাশের এলাকায় তুলনামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ বেশি থাকলেও দক্ষিণবঙ্গের বহু জেলার পাশাপাশি উত্তরবঙ্গে এই সমস্যা আরও বহুগুন বেশি। এককথায় তীব্র গরম আর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে এবার রাজ্যসরকারকে নিশানা করে ময়দানে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
আরও পড়ুন: ভাঙবে পূর্বের সব রেকর্ড! জোড়া ঘূর্ণিবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫ দিন জারি সতর্কতা
সাধারণ মানুষের এই চরম ভোগান্তির জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বিদ্যুতের এই বিপর্যয়ের জন্য তৃণমূল সরকারকে জোর আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু। পাশাপাশি আগামী দুদিনের মধ্যে এই চরম সংকট না মিটলে বিদ্যুৎ দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোন রায়টি বছরের সেরা জানেন? রিপোর্ট প্রকাশ করল হাই কোর্ট
ঠিক কী লিখেছেন বিরোধী দলনেতা?
“বঙ্গে বিদ্যুৎ সংকট :-
পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।
বঙ্গে বিদ্যুৎ সংকট :-
পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।
এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে… pic.twitter.com/8FtSPn6x5g
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 1, 2023
এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে আবালবৃদ্ধবনিতা সকলেরই ঘর্মাক্ত হাঁসফাস অবস্থা। এই মূহুর্তেও রাজ্যের এক বড় অংশে বিদ্যুৎ নেই।
দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানিয়ে রাখলাম, যদি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারেন তবে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় দেখতে পাবেন।”