অনশনকারী সরকারি কর্মচারীদের ডি এ না বাড়লেও বাড়লো পঞ্চায়েত সদস্যদের ভাতা

 

রাজীব মুখার্জী, হাওড়াঃ দলীয় কর্মীদের ‘কাটমানি’ নেওয়া রুখতে পঞ্চায়েত সদস্যদের ভাতাবৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নবান্নের সভাঘরে জেলা পরিষদের ৮০০ সদস্যকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী । সেই বৈঠকেই জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভার সদস্যদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয় ।

মুখ্যমন্ত্রী এদিন বলেন , জেলা পরিষদের সভাধিপতিদের ভাতা ৬ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা , সহকারি সভাধিপতিদের ভাতা ৫ হাজার টাকা থেকে বেড়ে ৮০০০ টাকা করা হল । জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষরা এতদিন ৪ হাজার টাকা ভাতা পেতেন , সেটা বাড়িয়ে ৭ হাজার টাকা করা হল । সাধারণ সদস‍্যদের ভাতা দেড় হাজার থেকে বেড়ে হল ৫ হাজার টাকা ।
পঞ্চায়েত সমিতির সভাপতির ভাতা ৩৫০০ টাকা থেকে বেড়ে করা হয়েছে ৬ হাজার টাকা । সহ সভাপতির ভাতা ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৫ হাজার টাকা করা হয়েছে। কর্মাধ‍্যক্ষ  ২৫০০ টাকা পেতেন , তা ৫ হাজার টাকা করা হয়েছে । সাধারণ সদস‍্যদের ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

গ্রামসভা প্রধানদের ভাতা ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে । উপপ্রধানদের ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে । উপসমিতির সঞ্চালকদের ভাতা ১ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮০০ টাকা করা হয়েছে । সাধারণ সদস‍্যদের ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে । এই ভাতা বাড়াতে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ২২০-২২৫ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

annual martyr s day rally in kolkata 8c0b62aa 8da2 11e8 82c5 1329a5e665e9
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন যে , পঞ্চায়েত সদস্যরা  এতদিন যা ভাতা পেতেন তা যথেষ্টই কম । কার্যত বিনা পয়সাতেই তাঁরা কাজ করেছেন । কাজের প্রতি উৎসাহিত করতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি । যদিও রাজ্য সরকারের এই ঘোষণার পর থেকেই নিন্দায় সরব হয়েছে বিরোধী শিবির । দলের ভাঙন রুখতেই মুখ্যমন্ত্রী এই পথ বেছেছেন বলে অভিযোগ তাদের ।

সম্পর্কিত খবর