বলিউডে ফের বিয়ের সানাই, আগামী সপ্তাহেই বাগদান সারছেন প্রভাস-কৃতি

বাংলাহান্ট ডেস্ক : ক্যালেন্ডার অনুযায়ী চলছে মাঘ মাস। অর্থাৎ বিয়ের মরশুম। চারিদিকে যখন বিয়ে বিয়ে আবহাওয়া ঠিক তখনই বিয়ের মরশুম শুরু হয়েছে বলিউডেও (Bollywood)। চলতি মাসের ৭ তারিখেই সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের ‘শেরশাহ’ জুটি। রাজকীয় ভাবে রাজস্থানে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী। তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন একঝাঁক বলিতারকা সহ বিশিষ্ট ব্যক্তিরা।

আর এসবের মধ্যেই বলিউডে কান পাতলেই ফের শোনা যাচ্ছে বিয়ের সানাই। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে বাগনান সারছেন বলিউড ডিভা কৃতি শ্যানন (Kriti Sanon) এবং দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas)।

kriti prabhas

ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন ফিল্ম সমালোচক উমর সান্ধু। মুহূর্তের মধ্যেই ভাইরাল সেই টুইট। টুইটারে তিনি লিখেছেন,’ আগামী সপ্তাহেই আংটি বদল করতে চলেছেন বহু চর্চিত এই জুটি। মালদ্বীপে বাগদান সারবেন তাঁরা’।

উল্লেখ্য, সম্প্রতি একই ছবিতে ধরা দিয়েছেন এই তারকা জুটি। আদিপুরুষ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। আর সেই থেকে নাকি চুটিয়ে প্রেম করছেন এই জুটি এমনটা জানা গিয়েছিল অনেকদিন আগেই।

ঝালাক দিখলা যা রিয়েলিটি শো তে এসে, এ বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন বরুণ ধাওয়ান। তারপর থেকে সকলের মনেই বাড়তে থাকে জল্পনা। যদিও সে সময় অভিনেত্রী জানিয়ে দিয়েছিলেন, না ভালোবাসা আর না প্রচার কিছুই নেই তাদের মধ্যে। এমনকি বরুণ ধাওয়ান মজা করেছে বলেও জানিয়েছিলেন কৃতি শ্যানন।

পর্দায় তারকারা একসঙ্গে দুটি বাঁধলেই নানান জল্পনা শুরু হয়ে যায় ইন্ডাস্ট্রি মহলে। যদিও পর্দা প্রেম বাস্তবে গড়াতেও খুব বেশি সময় লাগে না। সম্প্রতি পাওয়া গেছে এমনই এক উদাহরণ। শেরশাহ ছবিতে অভিনয় করেই প্রেমে পড়েছিলেন সিদ্ধার্থ- কিয়ারা। দীর্ঘদিনের প্রেম পেল পরিণতি। সাত পাকে বাঁধা পড়লেন তারকা জুটি। আর এবার পালা প্রভাস-কৃতির। আদৌ তারা একসাথে নতুন জীবন শুরু করবেন নাকি কেবলমাত্র গুজবই ছড়াচ্ছে চারিদিকে তা বোঝা যাবে সময় এলেই।

additiya

সম্পর্কিত খবর