সাহো ছবির জন্য জলের মতন খরচ হলো টাকা। প্রভাসের পারিশ্রমিক ১০০ কোটি!।

বাংলা হান্ট ডেস্ক: প্রভাস আর শ্রদ্ধা কাপুর অভিনীত পরবর্তী ছবি সাহো কে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।  এই ছবির শুটিং চলাকালীন ঘটা নানান ঘটনার খবর প্রায়শই থাকে পেজ থ্রি এর পাতায়। এবার উঠে এল এমন এক খবর। জানা গেছে এই ছবির জন্য প্রভাস সে পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন তা দিয়ে বি টাউনে অন্য কোনো ছবির সম্পূর্ণ বাজেট তৈরি হয়ে যেতে পারতো।

বাহুবলী সিনেমাটির জন্যও প্রভাস যথেষ্ট পারিশ্রমিক নিয়েছিলেন। ‘বাহুবলী’ সিরিজের প্রথম সিনেমাটিতে অভিনয়ের জন্য ২৫ কোটি যা ‘বাহুবলী ২’-এ  বাড়িয়ে হয় ৮০ কোটি। এরপরই পরিচালক নির্মাতারা ছুটেছেন তাঁর কাছে। আর এরই মধ্য পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তিনি।এবার শোনা যাচ্ছে সাহো র জন্য এই দক্ষিণী তারকা নিয়েছেন ১০০ কোটি টাকা! সুতরাং তিনি যে সবথেকে দামি নায়ক দের মধ্যে একজন তা বলাই যায় অনায়াসেই

‘দক্ষিণের তরুণ পরিচালক সুজিত  অত্যন্ত আধুনিক প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে এই ছবিটিকে বছরের সবথেকে আকর্ষণীয় অ্যাকশন মুভি বানাতে চান। তাই জলের মতনই খরচ করেছেন টাকা।

সূত্রের খবর, আট মিনিটের একটা অ্যাকশন দৃশ্যের জন্য ৭০ কোটি রুপি ব্যয় করা হয়েছে।এই ছবির অ্যাকশন দৃশ্যগুলো পরিচালনা করছেন হলিউডের অ্যাকশন নির্দেশক কেনি বেটস। ছবির ট্রেলার এবং গান ইতিমধ্যে দর্শকের মন জয় করেছে নিয়েছে। তেলেগু ও হিন্দি ভাষার গানে মেতেছেন ভক্ত–দর্শকেরা।প্রতিটি গানই মিলিয়ন ভিউ পেরিয়ে গেছে গানগুলো। অনেকে মনে করছে ভারতীয় সিনেমা জগতে একটি মাইলস্টোন হবে এই ছবিটি

প্রসঙ্গত পূর্বে স্বাধীনতা দিবসে দিন, ১৫ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবির কিছু কাজ অসম্পূর্ণ থাকায় আগামী ৩০ আগস্ট মুক্তি পেতে চলেছে সাহো

সম্পর্কিত খবর