IPL-এ শতরানের বন্যা! ব্রুক, ভেঙ্কটেশ, যশস্বী, স্কাইয়ের পর এবার তালিকায় পাঞ্জাবের প্রভসিমরণ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে (IPL 2023) শতরান করাটা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যারি ব্রুক চলতি আইপিএলের প্রথম শতরান করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এরপর কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার, রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা সূর্যকুমার যাদব চলতি আইপিএলের সেঞ্চুরির মুখ দেখেছিলেন। আজ সেই তালিকায় নাম লেখালেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) পাঞ্জাবি তারকা প্রভসিমরণ সিং (Prabhsimran Singh)।

পাঞ্জাব কিংস ফ্র‍্যাঞ্চাইজির একটা বড় গুণ হলো যে ফলাফল যাই হোক না কেন তারা নিয়মিতভাবে রাজ্যের ছেলেদের সুযোগ দিয়ে যায়। এমন করেই তারা সুযোগ দিয়েছিলেন প্রভসিমরণ সিং-কে। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে বেশ কিছু ভালো ইনিংস খেলে তিনি নিজেকে পাঞ্জাব কিংস দলে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। তার ওপর যে ভরসা করা হয়েছিল আজ তার পুরোপুরি মান রাখলেন তিনি।

চলতি আইপিএলে বাকি যে শতরানগুলি হয়েছে তার সঙ্গে এই শতরানটির বেশ বড় রকমের তফাৎ রয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই শতরানকারীকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন দলের অন্তত আরও দুজন তারকা। কিন্তু আজ প্রভসিমরণ একাই লড়লেন পাঞ্জাব কিংসের হয়ে। তিনি ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন মাত্র ২ জন।

আজ শুরুর দিকে বেশ ধীরগতিতে খেলছিলেন তিনি। অর্ধশতরান করতে তিনি সময় নিয়েছিলেন ৪২ বল। কিন্তু তারপর তিনি ব্যাট হাতে ঝড় তোলেন। শেষপর্যন্ত মুকেশ কুমারের বলে যখন তিনি ড্রেসিংরুমে ফেলেন তখন দেখা যাচ্ছে তার নামের পাশে লেখা রয়েছে ৬৩ বলে ১০৩ রানের একটি অসাধারণ ইনিংস।

আজ দিল্লির হয়ে কৃপণ বোলিং করেছেন অক্ষর প্যাটেল, মুকেশ কুমার, কুলদীপ যাদব, প্রবীণ দুবেরা। এই পিচে স্পিনারদের জন্য ভালো সাহায্য রয়েছে। ৬৮ রানের ব্যক্তিগত স্কোরে প্রভসিমরণের ক্যাচ না ফেললে হয়তো দেড়শ এর বন্দি ও টপকাতে পারত না প্রীতি জিন্টার দল। ২০ ওভারে ১৬৭ রান মাত্র তুলতে পেরেছে পাঞ্জাব। এই স্কোর যথেষ্ট কিনা সেটা অবশ্য সময়ই বলবে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর