বাংলা হান্ট ডেস্ক : দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে মোদী সরকার। দেশের দুঃস্থ মানুষরা যাতে বিনামূল্যে রেশন (Free Ration) পেতে পারেন সেই ভাবনাতেই এই প্রকল্প চালু করেছিলেন মোদী সরকার। তবে মাঝে একবার শোনা গিয়েছিল, এই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। তবে এবার খবর, এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা।
কেন এই সিদ্ধান্ত?
এইদিন মোদী (Narendra Modi) সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে একটি হল, গরীব কল্যাণ অন্ন যোজনাকে (Pradhan Mantri Garib Kalyan Yojana) আগামী ৫ বছরের জন্য চালু রাখা হবে। এইদিন এই প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক। সূত্র বলছে, আগামী ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে এই যোজনা কার্যকর করা হবে।
অনুমোদন দেওয়া হয়েছে ড্রোন সখী যোজনাকেও
এর সাথে সাথে অনুমোদন দেওয়া হয়েছে ড্রোন সখী যোজনাকেও। এবার থেকে চাষের জমিতে কীটনাশক ছড়ানোর জন্য ব্যবহার করা হবে ড্রোন। উল্লেখ্য, যেসব মহিলারা এই ড্রোন ওড়াবেন তাদের প্রতিমাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এবং যিনি সহযোগিতার কাজে থাকবেন তিনি পাবেন ১০ হাজার টাকা। এখনও পর্যন্ত মোট ১২৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এতে।
আরও পড়ুন : খেলাতে ভারত হারলে বাংলাদেশিরা এত উল্লাস করে কেন ? জানুন এর পেছনের আসল কারণ
এই প্রকল্পের মেয়াদ
সূত্রের খবর, আগামী ২০২৬ সাল পর্যন্ত জারি থাকবে ড্রোন সখী যোজনা। প্রসঙ্গত উল্লেখ্য, বছর খানেক আগে কোভিড অতিমারির সময় শুরু হয় প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। মাঝে শোনা যায়, বন্ধ করে দেওয়া হবে এই প্রকল্প। তবে আগামী বছর শুরু থেকেই আরও ৫ বছর এই প্রকল্পের সুবিধা পাবে দেশের জনগণ।
আরও পড়ুন : মমতার ভাবনায় থিম সং গাইছেন অরিজিৎ, থাকছেন না শাহরুখ! এবার বড় চমক কলকাতা চলচ্চিত্র উৎসবে
এছাড়াও এইদিন মন্ত্রীসভার বৈঠকে উঠে আসে উত্তরকাশী টানেল থেকে শ্রমিকদের উদ্ধারের ঘটনা। ৪১ জন শ্রমিকের ১৭ দিন আটকে থাকার ঘটনায় আবেগপ্রবণ হয়ে ওঠে সকলেই। এই ১৭ দিন গোটা দেশের মানুষ যেমন তাদের সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদ্ধার সংক্রান্ত সমস্ত আপডেট মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী থেকে লাগাতার নিয়েছেন। লাগাতার কথা বলেছেন আটকে থাকা শ্রমিকদের সাথে।