বাংলা হান্ট ডেস্কঃ দেশের স্বাস্থ্য পরিষেবার অগ্রগতিতে এবার বড় ভূমিকা নিল কেন্দ্র সরকার। কয়েকদিন আগেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আগামী দিনে জনসাধারণকে একটি করে হেলথ আইডি কার্ড প্রদান করা হবে। যার জেরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত নথিপত্র পাওয়া অত্যন্ত সহজ হবে। সোমবার আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যেই এই ডিজিটাল মিশনের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই প্রকল্পের নাম ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’। এর দ্বারা আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত সমস্ত দেশবাসী একটি করে হেলথ আইডি কার্ড পাবেন। এই হেলথ আইডি কার্ড আসলে একটি হেলথ অ্যাকাউন্ট। যার সাহায্যে মধ্যবিত্ত, দরিদ্র তথা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা সঠিক স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন। প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন, আজ ডিজিটাল দুনিয়া যেভাবে উন্নতি করেছে, তাতে এই নতুন প্রকল্পটি স্বাস্থ্যপরিষেবাকে আরও বেশি গতি দান করতে সাহায্য করবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “আজ খুব গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাস্থ্য পরিষেবাকে মজবুত করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা আজ এক নয়া দিকে মোড় নিতে চলেছে। এটা একটা অভূতপূর্ব সময়। এই মিশন দেশের স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক পরিবর্তন এনেছে।”
স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই জানানো হয়েছিল, এই কার্ডে ব্যক্তির অসুস্থতা সংক্রান্ত প্রত্যেক নথিপত্র ডিজিটালি রাখা থাকবে। যাতে চিকিৎসক তা সহজেই খুঁজে পান এবং পরবর্তী ক্ষেত্রে তা থেকে সঠিক চিকিৎসা করতে সুবিধা হয়। এদিন সাথে সাথে প্রধানমন্ত্রী UPI এবং CoWin-এর কথাও উল্লেখ করেন। সারা দেশজুড়ে ভ্যাকসিনেশনের গতি যেভাবে বেড়েছে সে কথা উল্লেখ করেন তিনি।
হেলথ কার্ডের জন্য কি কি প্রয়োজনঃ
হেলথ আইডি পাওয়ার জন্য আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বর থাকা একান্ত প্রয়োজন। তবে মনে রাখবেন এটি বাধ্যতামূলক নয়, আপনি না চাইলে এই কার্ড নাও করাতে পারেন। জানা গিয়েছে এর জন্য সরকার একটি স্বাস্থ্য কমিটি গঠন করবে। যারা এই তথ্য সংগ্রহ করবেন। আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বর নেওয়ার পর তা দিয়ে একটি অনন্য আইডি বানানো হবে। যেখানে আপনার অসুস্থতা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে।
Today is a very important day. The drive to strengthen the health facilities of the country, in the last 7 years, is entering a new phase today. This is not an ordinary phase. This is an extraordinary phase: PM Narendra Modi at the launch of Ayushman Bharat Digital Mission. pic.twitter.com/bX4NvsX6vA
— ANI (@ANI) September 27, 2021
কোথা থেকে পাওয়া যাবে এই আইডিঃ
হেলথ আইডি একটি পাবলিক হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা ন্যাশনাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার রেজিস্ট্রির সঙ্গে যুক্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী অফিস থেকে আপনি এই আইডি তৈরি করাতে পারেন। এছাড়া আপনি https://healthid.ndhm.gov.in/register এ নিজের রেকর্ড নিবন্ধন করে আপনার স্বাস্থ্য আইডি তৈরি করতে পারেন।