সকালবেলায় চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের ছবি তুলল প্রজ্ঞান, টুইট করে সবাইকে দেখাল ISRO

বাংলা হান্ট ডেস্ক: চাঁদের (Moon) দক্ষিণ মেরুর দুর্গম অঞ্চলে সফট ল্যান্ডিংয়ের পরে, চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর ল্যান্ডার বিক্রম (Vikram) থেকে প্রজ্ঞান (Pragyan) রোভার বেরিয়ে এসে তার কাজ শুরু করে দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রজ্ঞান এখনও পর্যন্ত এক টেরাবাইটেরও বেশি ডেটা পাঠিয়েছে। এছাড়াও, চাঁদের পৃষ্ঠের তাপমাত্রার প্রোফাইল সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হয়েছে। যদিও, এখনও পর্যন্ত বিক্রম ল্যান্ডার প্রজ্ঞানের ছবি পাঠিয়েছিল। তবে, এবার প্রথমবারের মতো প্রজ্ঞান বিক্রমের একটি ছবি তুলেছে। যেটি ইতিমধ্যেই ISRO তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করেছে।

এই প্রসঙ্গে ISRO একটি টুইটের মাধ্যমে জানিয়েছে যে, “স্মাইল প্লিজ! প্রজ্ঞান রোভার আজ সকালে বিক্রম ল্যান্ডারের একটি ছবি ক্লিক করেছে। ছবিটি রোভার প্রজ্ঞানে (NavCam) লাগানো নেভিগেশন ক্যামেরা দ্বারা তোলা হয়েছে। চন্দ্রযান-৩ মিশনের জন্য NavCams তৈরি করেছে ইলেক্ট্রো-অপটিক্স সিস্টেম ল্যাবরেটরি (LEOS)।” পাশাপাশি, গত মঙ্গলবার ISRO জানিয়েছে যে, চন্দ্রযান-৩-এর আরেকটি যন্ত্র চাঁদে বেশ কিছু উপাদানের উপস্থিতি শনাক্ত করেছে। বিশেষত, এটি এমন সংকেত খুঁজে পেয়েছে যা চাঁদে সালফারের উপস্থিতি নিশ্চিত করে। যদিও, এখনও বিষয়টি প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়নি।

https://twitter.com/isro/status/1696792992718442558

এর আগে, মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ISRO জানায়, “চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞানে বসানো লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি (LIBS) যন্ত্রটি দক্ষিণ মেরুর কাছে চন্দ্রপৃষ্ঠের মৌলিক গঠনের উপর প্রথম ইন-সিটু মেজারমেন্ট করেছে। এই ইন-সিটু মেজারমেন্ট স্পষ্টভাবে সংশ্লিষ্ট এলাকায় সালফারের (S) উপস্থিতি নিশ্চিত করে। প্রাথমিক বিশ্লেষণে চন্দ্রপৃষ্ঠে অ্যালুমিনিয়াম (Al), সালফার (S), ক্যালসিয়াম (Ca), আয়রন (Fe), ক্রোমিয়াম (Cr) এবং টাইটানিয়াম (Ti)-এর উপস্থিতির বিষয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন: বসে নেই ISRO! চন্দ্রযান-৩-এর পর এবার মহাকাশে যাবে মহিলা রোবট, কোন মাসে সম্পন্ন হবে ট্রায়াল?

এছাড়াও, ইন-সিটু মেজারমেন্টে ম্যাঙ্গানিজ (Mn), সিলিকন (Si), এবং অক্সিজেন (O)-এর উপস্থিতি সম্পর্কেও জানা গিয়েছে। তবে, হাইড্রোজেনের উপস্থিতি সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চলছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চাঁদে বিভিন্ন উপাদানের উপস্থিতি এবং সেগুলির পরিমাণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা চন্দ্রযান-৩ মিশনের অন্যতম উদ্দেশ্য। একাধিক যন্ত্র এই বিষয়ে কাজ করছে।

আরও পড়ুন: চন্দ্রযান ৩-এর সাফল্যের পর এল বড় তথ্য! ভারতে এইভাবে তৈরি হয়েছে ৪৫,০০০ কর্মসংস্থান, কি জানাল ISRO?

ISRO-র ইলেক্ট্রো-অপ্টিক্স সিস্টেমস ল্যাবরেটরি (LEOS) দ্বারা তৈরি রোভার প্রজ্ঞানের উপর LIBS যন্ত্র, পাথর বা মাটি থেকে প্লাজমা তৈরি করতে একটি হাই-এনার্জি পালসার ব্যবহার করে। ISRO জানিয়েছে, “প্লাজমা অবস্থায়, এলিমেন্টস এডিয়েশন বৈশিষ্ট্যযুক্ত তরঙ্গদৈর্ঘ্য নির্গত করে। যা এই উপাদানগুলি শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে।” পাশাপাশি, রোভারের আরেকটি যন্ত্র, যাকে বলা হয় আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার, তার উদ্দেশ্য হল চন্দ্রপৃষ্ঠের মৌলিক গঠন স্টাডি করা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর