জওয়ানের সাফল্য কামনায় বৈষ্ণোদেবীর দরবারে, মুখ ঢেকে মায়ের শরণে শাহরুখ

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh rukh Khan) নতুন ছবি ‘জওয়ান’ (Jawan)। ছবি মুক্তির আগে ছবির সাফল্য কামনায় বৈষ্ণোদেবীতে (Vaishno Devi) পুজো দিতে পৌঁছেছেন শাহরুখ খান। ভক্তদের চোখ এড়িয়ে মন্দিরে পৌঁছাতে চাইলেও লেন্সবন্দি হয়েই গেলেন বলিউড বাদশা।

প্রসঙ্গত উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে রয়েছে বৈষ্ণোদেবীর মন্দির। গত মঙ্গলবার গভীর রাতে চুপিচুপি পৌঁছে গেলেন কিং খান। সাদা টি-শার্ট, ধূসর রঙের জিন্স আর নীল হুডি পরে দেখা গেল কিং খানকে। হুডির আড়ালে মুখ ঢাকারও চেষ্টা করেছিলেন তিনি। তবে ভক্তদের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়।

সূত্রের খবর, গত মঙ্গলবার সন্ধ্যায় কাটরার বেস ক্যাম্পে পৌঁছোন তিনি। সেখান থেকে তারাকোট রুট ধরে রাত ১১.৪০ নাগাদ বৈষ্ণোদেবীর মন্দিরে পা রাখেন শাহরুখ। তার সাথে দেখা মিলল তার ব্যক্তিগত দেহরক্ষীদের। উল্লেখ্য, গত ৯ মাসের মধ্যে শাহরুখের এটা দ্বিতীয় বৈষ্ণোদেবীর সফর। ‘পাঠান’ ছবি মুক্তির সময় ১১ ডিসেম্বর একবার বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করেছিলেন বলিউড বাদশা।

আরও পড়ুন : আবারও নক্ষত্রপতন, মাত্র ৪৫ বছরেই প্রয়াত এই গীতিশিল্পী, শোকস্তব্ধ সঙ্গীত মহল

জানিয়ে রাখি, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বিজয় সেতুপতি, প্রিয়মনি এবং সানিয়া মালহোত্রা। ক‌্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। উল্লেখ্য, চেন্নাইতে ‘জওয়ান’-এর গ্র্যান্ড অডিও রিলিজ এবং প্রি-রিলিশ অনুষ্ঠান রয়েছে ৩০ অগাস্ট। সূত্রের খবর, চেন্নাইয়ের শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান।

আরও পড়ুন : ৫ হাজারের চাকরি ছেড়ে ইউটিউবার! ভুবন বামের সম্পতি দেখে আঁতকে উঠবে বলি সেলেবরাও

shah rukh khan

গত মঙ্গলবার এই বিষয়ে টুইট করে শাহরুখ লিখেছিলেন, ‘ভানাক্কাম চেন্নাই, আমি আসছি!!! সাই রাম ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত জওয়ান – মেয়েরা এবং ছেলেরা প্রস্তুত থাকুন… আমি আপনাদের সবার সঙ্গে দেখা করতে আগ্রহী! এমনকি কিছু থা থা থাইয়ার বিষয়েও প্রশ্ন করে নিতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল (বুধবার) বিকাল ৩টার পর থেকে।’ ইতিমধ্যেই হইহই রব শুরু হয়ে গেছে চেন্নাইতে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর