বাংলাহান্ট ডেস্ক: ফের বিয়ের পিঁড়িতে অভিনেতা তথা পরিচালক-প্রযোজক প্রকাশ রাজ (prakash raj)। ৫৬ বছর বয়সে এসে দ্বিতীয় বার বিয়ে সারলেন তিনি। সেই বিয়ের ছবিই এখন বিনোদুনিয়া তথা সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চার বিষয়। উপরন্তু দ্বিতীয় বিয়ের খবর নিজেই নেটদুনিয়ায় ফাঁস করেছেন অভিনেতা।
তবে এ গল্পে একটু টুইস্ট রয়েছে। প্রকাশ রাজ দ্বিতীয় বার বিয়ে করেছেন এ খবর সত্যি। তবে অন্য কোনো মহিলাকে নয়, নিজের স্ত্রীর সঙ্গেই আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গত ২৪ অগাস্ট ১১ তম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন প্রকাশ রাজ ও তাঁর স্ত্রী পনি ভার্মা। এই দিন টিকেই দ্বিতীয় বার বিয়ের জন্য বেছে নিয়েছিলেন অভিনেতা।
ঘরোয়া ভাবে দ্বিতীয় বিয়ে সারেন প্রকাশ রাজ এবং পনি। টুইটারে এদিনের অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করে দ্বিতীয় বিয়ের সুখবর জানান অভিনেতা। ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। ছবিতে আংটি বদল করতেও দেখা গিয়েছে স্বামী স্ত্রীকে।
অভিনেতা জানান, এই দ্বিতীয় বিয়ের নেপথ্যে একটি বিশেষ কারণ রয়েছে। তাঁদের ছেলে বেদান্ত বাবা মায়ের বিয়ের সাক্ষী হতে চেয়েছিল। তাই ছেলের জন্যই বিবাহ বার্ষিকীর দিনে আবারো ছোট করে এই বিয়ের অনুষ্ঠান। জানিয়ে রাখি, পনির আগে ললিতা কুমারীকে বিয়ে করেছিলেন অভিনেতা। তাঁদের দুই মেয়েও রয়েছে মেঘনা এবং পূজা। তাদেরও দেখা মিলেছে বিয়ের অনুষ্ঠানে।
অপর একটি টুইটে ১১ বছর আগের বিয়ের একটি ছবি শেয়ার করেছেন প্রকাশ রাজ। বেশ রোম্যান্টিক ভঙ্গিতে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনেতা লিখেছেন, ‘আমার ডার্লিং স্ত্রী, এত ভাল একজন বন্ধু, প্রেমিকা এবং জীবনসাথী হওয়ার জন্য ধন্যবাদ।’
https://www.instagram.com/p/CS9ezW4pDYh/?utm_medium=copy_link
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই অস্ত্রোপচার হয়েছিল প্রকাশ রাজের। হাড়ে ছোট ফ্র্যাকচার হয়েছিল তাঁর। হাসপাতালের বেডে শুয়ে অনুরাগীদের জন্য একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি। তবে এখন অভিনেতা সম্পূর্ণ সুস্থ।