একটা ছবি করেই কঙ্গনা নিজেকে রানি লক্ষ্মীবাঈ মনে করলে শাখরুখও অশোক, কটাক্ষ প্রকাশ রাজের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) অভিনীত মণিকর্ণিকা ছবি নিয়েই এবার অভিনেত্রীকে কটাক্ষ করলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ (prakash raj)। মণিকর্ণিকা ছবিতে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। সেই নিয়ে প্রায়ই গর্ব বোধ করতে দেখা যায় তাঁকে।

এবার সেই প্রসঙ্গ তুলেই প্রকাশ রাজ পালটা বলেন, ঝাঁসির রানির চরিত্রে অভিনয় করে কঙ্গনা নিজেকে তাই ভাবলে হৃতিকও আকবর, আমির খান মঙ্গল পাণ্ডে। বলিউড অভিনেতা যারা বিভিন্ন ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন তাদের একটি কোলাজ শেয়ার করেন প্রকাশ রাজ।


সেখানে লেখা, একটা ছবি করেই যদি কঙ্গনা নিজেকে ‘রানি লক্ষ্মীবাঈ’ ভাবেন তাহলে দীপিকা পদ্মাবতী, হৃতিক আকবর, শাহরুখ অশোক, অজয় ভগত সিং, আমির মঙ্গল পাণ্ডে ও বিবেক মোদিজি।

আসলে নিজের কথায় ‘জাতীয়তাবাদ’ এর প্রমাণ দেখানোর জন‍্য প্রায়ই মণিকর্ণিকা ছবিতে অভিনয়ের প্রসঙ্গ টেনে আনেন কঙ্গনা। এমনকি তিনি এও দাবি করেছেন যে তিনিই প্রথম অভিনেত্রী তথা পরিচালক যিনি কিনা মহারাষ্ট্রের গৌরব শিবাজি মহারাজ ও রানি লক্ষ্মীবাঈকে সিনেমায় ফুটিয়ে তুলেছেন। অথচ এখন মহারাষ্ট্রের মানুষই তাঁর বিরোধিতা করছে।

প্রসঙ্গত, বলিউডে কঙ্গনা রানাওয়াত ও শিবসেনার সংঘাত দিনের পর দিন ভয়াবহ আকার ধারন করছে। বিএমসির তরফে অভিনেত্রীর অফিসের একাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরেই এই যুদ্ধের আগুনে ঘি পড়ে। এখন শিবসেনাকে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার চ‍্যালেঞ্জ জানিয়েছেন কঙ্গনা।

এরই মাঝে আবার অভিনেত্রীকে নয়া নোটিশ ধরালো বিএমসি। মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত কঙ্গনার বাসভবনের ভেতরে অবৈধ নির্মাণ প্রসঙ্গে নতুন নোটিশ পাঠিয়েছে বিএমসি। বিএমসির অভিযোগ, অফিসের তুলনায় কঙ্গনার বাড়িতে অবৈধ নির্মাণের পরিমাণ বেশি। এর আগে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে অভিনেত্রীর পালি হিলসের অফিসের একাং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বিএমসির তরফে। এবার তাদের নিশানায় অভিনেত্রীর বাড়ি।

সম্পর্কিত খবর

X