বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনে জন সাধরণের সাথে সাথে বলিউডের সমস্ত নক্ষত্ররাই নিজের বাড়িতে বন্দি। তাঁরা এই সময়ের এক একরকম করে ব্যবহার করছে। কেউ শরীরচর্চা করছে তো, কেউ মজার মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। আর এর মধ্যে স্বনামধন্য বলিউড (Bollywood) অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) নিজের আম বাগানে আমের চাষ করছেন। ওনার একরত্তি ছেলে বেদান্ত (Vedant) কিউট আন্দাজে সেই আম বিক্রি করার চেষ্টা করছে, আর সেটার ছবি প্রকাশ রাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেই ছবি ওনার অনুগামীরা খুব পছন্দও করেছে।
My son ..The mango seller .. in conversation with nature at our farm. Stay home stay safe. This too shall pass. pic.twitter.com/dpzBcJQNVs
— Prakash Raj (@prakashraaj) April 26, 2020
ওই ছবিতে বেদান্ত আমের ভাণ্ডার লাগিয়ে বসে আছে। ছবির ক্যাপশনে প্রকাশ রাজ লেখেন, ‘আমার ছেলে আম বিক্রি করছে। আমাদের ফার্ম হাউসে প্রকৃতির সাথে কথা বলতে ব্যস্ত। ঘরে থাকুন, সুস্থ থাকুন, এই এই সময় একদিন কেটে যাবে।
Reaping time in the farm .. in conversation with nature .. bliss .. stay home .. stay safe pic.twitter.com/UWu0TKaBLR
— Prakash Raj (@prakashraaj) April 6, 2020
প্রকাশ আজকাল ফার্ম হাউসে বেদান্তের সাথে সময় কাটাচ্ছেন। কিছুদিন আগে উনি বেদান্ত এবং একটি বাছুরের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলেন। ওই ভিডিও শেয়ার করে প্রকাশ রাজ লেখেন, আমরা এই বাছুরের সাথে বন্দুত্ব করছি। ক্যাপশনে প্রকাশ রাজ লেখেন, প্রকাশ রাজ ফাউন্ডেশন হাজার হাজার পরবারের সাহায্য করছে। অনেকে তাদের ফার্ম হাউসে কাজ করছে। উনি জনতার কাছে আবেদন করেন যে, সবাই যেন ঘরে থাকে আর সুরক্ষিত থাকে।
#lockdown extends… #prakashrajfoundation has reached out to more than thousand families..now we have 30 stranded fellow citizens in my farm .. will continue to look after them 🙏🙏 please co operate with the government.. stay home stay safe .. a moment for you from my farm pic.twitter.com/2l6avQFdXF
— Prakash Raj (@prakashraaj) April 12, 2020
প্রকাশ নিজের ছেলেকে প্রকৃতির সাথে বন্ধুত্ব করা শেখাচ্ছে। প্রকৃতির সংরক্ষণের জন্যই উনি ছোট বেলা থেকে নিজের ছেলেকে এই শিক্ষা দিচ্ছে। অভিনেতার এই প্রয়াস সবার প্রশংসা পাচ্ছে।