স্বামীর পায়ের তলায় বসে পিতৃতন্ত্রকে উসকানির অভিযোগ, প্রণিতা বললেন, ‘আমি সনাতন ধর্মে বিশ্বাসী’

বাংলাহান্ট ডেস্ক: স্বামীর পায়ের সামনে বসে ছবি তুলে বিতর্কের সৃষ্টি করলেন অভিনেত্রী প্রণিতা সুভাষ (Pranitha Subhash)। একটি ঘরোয়া রীতির জন্য স্বামী নীতিন রাজুর পায়ের কাছে বসে ছবি তোলায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়েছেন অভিনেত্রী। তিনি পিতৃতন্ত্রকে উসকানি দিচ্ছেন বলে অভিযোগও উঠেছে।

গত ২৮ জুলাই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন প্রণিতা। ‘ভীমানা অমাবস্যা’ নামে একটি রীতি পালনের ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন প্রণিতার স্বামী। একটি থালার উপরে তাঁর পা রাখা। পায়ের উপরে অনেক ফুল ছড়ানো। এছাড়াও পাশে আরতির থালা সহ পুজোর অন্যান্য সামগ্রী রাখা।

Pranitha
সালোয়ার কামিজ পরে স্বামীর পায়ের সামনে বসে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করতেই তুমুল ট্রোল হয়েছেন প্রণিতা। মূলত হিন্দু ধর্মাবলম্বী মহিলারাই এই রীতি পালন করেন স্বামী এবং পরিবারের অন্যান্য পুরুষ সদস্যদের দীর্ঘায়ু কামনার জন্য।

কিন্তু প্রণিতার এই ছবি ব্যাপক নিন্দার শিকার হয়েছে। নেটিজেনদের একাংশ অভিযোগ করেছেন, পুরুষ তান্ত্রিকতাকে আরো প্রশ্রয় দিচ্ছেন তিনি। যখন মহিলারা সমান সম্মান এবং অধিকারের লড়াইয়ে সোচ্চার হচ্ছে তখন প্রণিতার মতো কিছু জনের এই ধরণের কাজ প্রগতিশীল মহিলাদের আরো পেছনে টেনে আনছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন।

একজন লিখেছেন, ‘সব পুরুষরা প্রশংসা করছেন ওঁর। কিন্তু কোনো পুরুষ কি মহিলার পা ধুয়ে দেন? সেটাই হবে সাম্য’। আরেকজনের কটাক্ষ, স্বামীর পায়ের কাছেই কেন বসতে হবে? দুজনেই সমান। এই পিতৃতন্ত্র এবার বন্ধ হোক! আরেকজন লিখেছেন, রীতি সংষ্কৃতির নামে এসব বন্ধ হওয়া উচিত। নয়তো দুজনেরই দুজনের পা ধুয়ে দেওয়া উচিত।

https://www.instagram.com/p/Cgi-bPxvADh/?igshid=YmMyMTA2M2Y=

বিষয়টা নিয়ে মুখ খুলেছেন প্রণিতা নিজেও। নেতিবাচকতার উত্তরে তাঁর বক্তব্য, “যেহেতু আমি একজন অভিনেত্রী এবং গ্ল্যামার জগতের বাসিন্দা মানেই এই নয় যে ছোট থেকে যে রীতি আমি দেখে আসছি এবং বিশ্বাস করি সেই রীতি পালন করতে পারব না। আমার আত্মীয়রা, প্রতিবেশীরা এবং বন্ধুরাও এটা পালন করেছে। গত বছর বিয়ের পরপরও এই রীতি পালন করেছিলাম, কিন্তু ছবি শেয়ার করিনি।”

প্রণিতা আরো বলেন, তিনি চিরদিনই রীতিনীতি, ঐতিহ্যকে সম্মান করে এসেছেন। সনাতন ধর্ম একটা খুব সুন্দর বিষয় যা সবাইকে আপন করে নেয় আর এই ধর্মেই তিনি বিশ্বাস করেন। প্রণিতার কথায়, মানুষ আধুনিক হতেই পারে কিন্তু নিজের শিকড়কে যেন না ভুলে যায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর