বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত কয়েক বছরে ভারতীয় ছাত্ররা আন্তর্জাতিক অলিম্পিয়াডে নিজেদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে নিজের দেশের নাম উজ্জ্বল করেছে। এবার এই ছাত্রদের তালিকায় নাম লেখালেন ব্যাঙ্গালোরের ১৮ বছর বয়সী প্রাঞ্জল শ্রীবাস্তব। প্রাঞ্জল ১১ এবং ১২ই জুলাই নরওয়ের রাজধানী অসলোতে আয়োজিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (IMO) নিজের তৃতীয় স্বর্ণপদকটি জিতেছেন। এই কীর্তি গড়ার পর প্রাঞ্জলের নাম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের হল-অফ-ফেমে নথিভুক্ত হয়েছে। এর আগে ৬৩ বছরের অলিম্পিয়াডের ইতিহাসে মাত্র ১১ জন এর চেয়ে বেশি পদক জিততে পেরেছেন।
এই বিশেষ কীর্তি গড়ে আনন্দিত প্রাঞ্জল নিজেও। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমার পরিবার ক্লাস ওয়ান থেকেই অঙ্কের প্রতি যে আমার আগ্রহ বেশি, সেটা বুঝতে পেরেছিল। আমার বাবা আমাকে অঙ্কের নানান পদ্ধতি সম্বলিত বই এনে দিতো আর এই সংক্রান্ত নানা তথ্য গল্পের আকারে আমাকে শুনিয়ে যেত। আমার মা আর দাদাও আমাকে অনেক সাহায্য করেছেন এই রাস্তায় এগোতে। প্রসঙ্গত শ্রীবাস্তবের বাবা এবং মা ব্যাঙ্গালোরের খ্যাতনামা আইটি সেক্টরে কর্মরত।
প্রাঞ্জল সদ্যসমাপ্ত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে মোট ৩৪ পয়েন্ট পেয়েছেন। ২০১৮ তে তিনি প্রথম এই প্রতিযোগিতায় পদক জেতেন, তবে সেটি স্বর্ণ নয়, রৌপ্য পদক ছিল। তিনি এরপরের বছরেই ৩৫ স্কোর করে নিজের প্রথমে স্বর্ণপদক জয় করেছিলেন। এরপর ২০২০ তে মহামারীর কারণে ভারত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেনি। কিন্তু তারপর ২০২১ সালে আয়োজিত প্রতিযোগিতায় তিনি ৩১ স্কোর করে ফের সোনা জিতে নেন। এইবছরও তিনি নিজের এই ফর্ম ধরে রেখেছেন।
নিজের স্বাভাবিক রুটিংয়ের পাশাপাশি নিজের উন্নতির জন্য তিনি নিজেকে কিছু ফোরামের অংশগ্রহণ করেন। এর ফল তিনি এখন হাতেনাতে পাচ্ছেন। বিভিন্ন ক্লাব এবং সংস্থাগুলি তাকে এই অঙ্কের অনুশীলনের পাশাপাশি তার মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখতো।