বাংলাহান্ট ডেস্ক: আবারো বিশ্বের দরবারে বাংলার জয়গান। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফের একবার স্বীকৃতি পেল টলিউডের (tollywood) বাংলা ছবি। মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র (madrid international film festival) উৎসবে দু দুটি পুরস্কার জিতে নিল পরিচালক অতনু ঘোষের ছবি ‘রবিবার’। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর জানিয়েছেন পরিচালক।
অতনু ঘোষের এই ছবিতেই প্রথম বারের জন্য জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (prasenjit chatterjee) ও জয়া আহসান (jaya ahsan)। এই দুই তুখোড় অভিনেতা অভিনেত্রী যে একসঙ্গে ছবিতে ম্যাজিক দেখাবেন তা নিয়ে কারোর সন্দেহের অবকাশ ছিল না। আর হলও তাই। প্রথম ছবিতেই ছক্কা হাঁকিয়েছেন প্রসেনজিৎ জয়ার জুটি।
সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে নিজেই পোস্ট করেন পরিচালক অতনু ঘোষ। বাদ যাননি জয়া আহসানও। একটি ভিডিও বার্তায় ধন্যবাদ জ্ঞাপন করে তিনি লেখেন, মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার। আমার ছবি ‘রবিবার’ এর জন্য আরো দুটো পুরস্কার। বিদেশি ভাষার ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ও ওই ক্যাটেগরিতেই সেরা অরিজিনাল স্ক্রিনপ্লের জন্য পুরস্কার।
তিনি আরো লেখেন, কিছুদিন আগেই এই ঘোষনাটা হয়ে গিয়েছিল। আমরা পুরস্কার আসার অপেক্ষা করছিলাম। কিন্তু সেটা পিছিয়ে গেল কারণ স্পেনে আবার লকডাউন শুরু হয়েছে। তাই এখনি সুখবরটা জানিয়ে দিলাম। গোটা টিমকেই অনেক শুভেচ্ছা।
https://www.instagram.com/tv/CIizciiB2XS/?igshid=d67jb9vy9ash
মূলত বাংলাদেশের অভিনেত্রী হলেও জয়া এপার বাংলাতেও সমান ভাবে জনপ্রিয়। অভিনয় দিয়ে আগেই সবার মন জিতেছেন জয়া। প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বর ভারতে মুক্তি পায় ‘রবিবার’ ও বাংলাদেশে মুক্তি পায় ২রা ফেব্রুয়ারি।