বাংলাহান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের (election) আগে যখন দল বদল ও নতুন করে রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক উঠেছে তখন হঠাৎ করেই সংবাদ শিরোনামে উঠে এলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (prasenjit chatterjee)। চিরদিন রাজনীতির থেকে দূরে থাকা ‘বুম্বাদা’র বাড়িতে এদিন হঠাতই হাজির হন বিজেপি (bjp) নেতা অনির্বাণ গাঙ্গুলী। এরপরেই প্রসেনজিতের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা।
কিন্তু শেষমেষ নিজেই সব জল্পনা উড়িয়ে বিষয়টা খোলসা করেন প্রসেনজিৎ। টুইটের মাধ্যমে রাজনীতিতে তাঁর যোগদানের বিষয়টি স্পষ্ট করেন তিনি। টুইটে তিনি লেখেন, ‘বাঙালি হিসাবে আমাদের সংষ্কৃতিতেই রয়েছে অতিথিদের অভ্যর্থনা করা। অতীতেও বিভিন্ন ইন্ডাস্ট্রি ও পেশার মানুষদের অভ্যর্থনা করেছি। আমি তাদের মতামতকে সম্মান করি তবে আমার নিজস্ব মতামতও রয়েছে।’
তিনি আরো লেখেন, ‘ড. গাঙ্গুলীর সঙ্গে সাক্ষাতের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আমি যা জানি তাতেই লক্ষ্য স্থির থাকতে চাই আর তা হল অভিনয়।’ এতেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটান প্রসেনজিৎ।
There is no political inclination nor agenda apart from meeting and greeting Dr. Ganguly. I stay focused on what I know best-Acting.
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) February 17, 2021
এদিন অভিনেতার সঙ্গে তাঁর বাড়িতে সাক্ষাৎ করতে আসেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলী। নিজের লেখা ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ বইটি তিনি উপহার দেন প্রসেনজিতকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গুঞ্জন শুরু হয় বিভিন্ন মহলে।
প্রসঙ্গত, সম্প্রতি জানা যায় OTT প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন প্রসেনজিৎ। বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারির সঙ্গে হিন্দি ওয়েব সিরিজ ‘স্টারডাস্ট’এ দেখা যাবে তাঁকে।
‘সেক্রেড গেমস’ খ্যাত পরিচালক বিক্রম মোতওয়ানে রয়েছেন ওয়েব সিরিজটির পরিচালনায়। জানা গিয়েছে, চল্লিশের দশকে সিনে ইন্ডাস্ট্রির গোপন গল্প উঠে আসবে এই সিরিজে। ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতি, হিংসা, কেচ্ছা সব নিয়েই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ স্টারডাস্ট।
প্রসেনজিৎ, অদিতি ছাড়াও সিরিজে রয়েছেন আয়ুষ্মান খুরানার ভাই অপরাশক্তি খুরানা। এছাড়া টলিউডের কয়েকজন তারকারও দেখা মিলবে এই সিরিজে। গত বছরের মার্চেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল সিরিজটির শুটিং। কিন্তু লকডাউনের জন্য তা পিছিয়ে যায়। চলতি বছরের মার্চেই ফের শুটিং শুরুর পরিকল্পনা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে কোন OTT প্ল্যাটফর্মে সিরিজটি দেখা যাবে তা এখনো জানা যায়নি।