বাংলা হান্ট ডেস্কঃ 2024 সালের লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, বিজেপি বিরোধী দলগুলি ততই নিজেদের দলের ঘুঁটি সাজাতে ব্যস্ত হয়ে উঠছে। স্বভাবতই, কেন্দ্রে বিজেপি সরকারের প্রধান বিরোধী দল কংগ্রেস যে নিজেদের অবস্থান দৃঢ় ও সুপ্রতিষ্ঠিত করার জন্য সম্পূর্ণ শক্তি নিয়ে ঝাপানোর পরিকল্পনা করছে, তা বলা বাহুল্য। বর্তমানে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কংগ্রেস দলের সভানেত্রী সনিয়া গান্ধী এদিন দিল্লির বাসভবনে একটি জরুরী মিটিং আয়োজন করেছেন।
এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই কংগ্রেসের একাধিক নেতা যেমন মল্লিকার্জুন খড়্গে, অম্বিকা সোনি থেকে জয়রাম রমেশের এর মতো ব্যক্তিত্বরা সনিয়া গান্ধীর বাসভবনে এসে উপস্থিত হয়েছেন। তবে এ সকল নেতাদের উপস্থিতিকে ছাপিয়ে বর্তমানে বৈঠকে প্রশান্ত কিশোরের উপস্থিতির জল্পনা খবরের শিরোনামে উঠে এসেছে। দাবি করা হচ্ছে, নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর সশরীরে এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন। ফলে স্বভাবতই, কংগ্রেস দলের হয়ে তাঁর কাজ করার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে বলে মত রাজনীতিবিদদের।
অতীতে, প্রশান্ত কিশোর একাধিকবার মন্তব্য করেন যে, “যদি বিরোধী দলগুলি একটি সঠিক নীতি মেনে প্রস্তুতি শুরু করে, তবে 2024 সালের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করা সম্ভব হবে।” বিশেষজ্ঞদের মতে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে এবং নিজেদের হারানো অবস্থানকে পুনরায় ফিরে পাওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতে চলেছে জাতীয় কংগ্রেস দল। এবং এই কারণেই প্রশান্ত কিশোরকে নিজেদের দলে টানতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে তারা। কিছুদিন পরেই যেহেতু গুজরাট নির্বাচন রয়েছে, ফলে কংগ্রেস হাইকমান্ড দ্বারা ‘মাস্টারমাইন্ড’ প্রশান্ত কিশোরকে গুজরাটের অন্দরে বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।
বিশেষজ্ঞদের একটি অংশ বর্তমানে মনে করছে, হয়তো প্রশান্ত কিশোর কংগ্রেস দলে যোগদানও করতে পারেন। তবে সূত্রের খবর অনুযায়ী, তাঁর দলে যোগদান করার সম্ভাবনা খুব একটা না থাকলে কংগ্রেস পার্টির হয়ে যদি তাঁকে নির্বাচনী কৌশলীর ভূমিকা পালন করতে দেখা যায়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রসঙ্গত, 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে সাহায্য করে প্রশান্ত কিশোরের ‘আইপ্যাক’ টিম, তারপর থেকেই তাঁর চাহিদা তুঙ্গে।
সম্প্রতি, প্রশান্ত কিশোরকেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানান মন্তব্য করতে দেখা গেছে। ফলে আদেও কংগ্রেস পার্টি এবং তাঁর মধ্যে কোনরকম যোগসূত্র স্থাপন হতে চলেছে কিনা, সে দিকেই তাকিয়ে সকলে।