২৪ এই ছক্কা হাঁকাবে BJP, এবার কত পার? ভোটের মাঝেই পিকের ‘ভয়ঙ্কর’ দাবিতে ঘুম উড়ল মমতার

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে চব্বিশের লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রথম পাঁচ দফার ভোট সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে শেষ দুই দফা। আর সপ্তাহ দুয়েকের অপেক্ষা শেষে জানা যাবে, এবার বাজিমাত করল কোন দল। তবে তার আগেই চলতি ভোটে বিজেপির ফলাফল নিয়ে বিরাট দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় পিকে বলেন, ‘চলতি লোকসভা ভোটের (Lok Sabha Election) ফলাফল সেই একঘেয়েই হতে চলেছে। ফের একবার বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ (NDA) দেশে সরকার গড়তে চলেছে। উনিশের ৩০৩ আসনের কাছাকাছিই এককভাবে আসন পাবে বিজেপি। তবে গতবারের চেয়ে এবার বেশি আসন পেতে পারে এনডিএ। কারণ বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত কেউ নেই’।

এখানেই না থেমে পিকে (Prashant Kishor) বলেন, ভোট চলাকালীন পিএম মোদীর (Narendra Modi) বিরুদ্ধে যদি বিরাট মাপের কোনও জনরোষ না হয় তাহলে এবারও বিজেপির জয় কেউ আটকাতে পারবে না। চব্বিশের লোকসভা নির্বাচনে দেশ জুড়ে গেরুয়া ঝড়ের ভবিষ্যদ্বাণী করলেও এই দুঁদে ভোটকুশলী মেনে নিয়েছেন, সাধারণ মানুষ মোদী সরকারের কাজে খুশি নয়। কিন্তু তা সত্ত্বেও এবারও বিপুল ভোটে জয়ী হয়ে কেন্দ্রে সরকার গড়বে এনডিএ।

আরও পড়ুনঃ এখনও অধরা মূল অভিযুক্ত! কেন গ্রেফতার হচ্ছে না? রামকৃষ্ণ মিশনে হামলায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

পিকে-র দাবি, দেশের উত্তর এবং পশ্চিমে বিজেপির ভোট একই থাকবে। তা কমার কোনও সম্ভাবনা এনেই বললেই চলে। উল্টে ওড়িশা, কেরল, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং বিহারে গেরুয়া শিবিরের আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় এলে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলেও দাবি করেছেন প্রশান্ত।

23 02 2024 prashant kishor 23659541

২০১৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভোটকুশলী হিসেবে কাজ করা পিকের দাবি, প্রত্যেকটি রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা আনতে পারে তৃতীয়বারের মোদী সরকার। সেই সঙ্গেই এনডিএ যদি আবার ক্ষমতায় আসে তাহলে পেট্রোল-ডিজেলও GST-র অধীনে চলে আসতে পারে। প্রশাসনিক ও পরিকাঠামোগত বেশ কিছু বদল হতে পারে বলেও দাবি করেছেন প্রশান্ত কিশোর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর