বাংলা হান্ট ডেস্ক: নয়া দল গঠন নিয়ে বড় ঘোষণা করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। আর তারপরেই বিহারের (Bihar) রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। দল গঠনের বিষয়ে স্পষ্ট ঘোষণা করলেন প্রশান্ত কিশোর। তিনি জানান, ‘জন সুরজ’ (Jan Suraaj) নামেই দল গঠন করা হবে। এতে কোনও সন্দেহ নেই বলেই জানিয়েছেন পিকে। কীভাবে দল গঠন করা হবে, কারা এই দল পরিচালনা করবেন তারও পূর্ণাঙ্গ পরিকল্পনা বুঝিয়ে দিয়েছেন।
নয়া মডেলে রাজনৈতিক দল
উল্লেখ্য, বর্তমানে ‘জন সুরজ’ পদযাত্রার মাধ্যমেই বিহারের রাজনীতিতে ছাপ ফেলেছেন পিকে (PK)। আগামী দিনে সেই নামেই দল গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। পিকে বলেন, ‘গত ৫ মে, ২০২২-এ পাটনায় একটি প্রেস কনফারেন্স করে ‘জন সুরজ’ দলের গঠনের ঘোষণা করেছিলাম। সেই দিন বলেছিলাম, জন সুরজ পার্টি গঠন করতে হবে। এর পার্থক্য এটাই হবে যে এই দল প্রশান্ত কিশোরের দ্বারা গঠিত হবে না। দলটি কোনও ব্যক্তি, কোনও বর্ণ, কোনও পরিবারের জন্য গঠিত হবে না।’
আরও পড়ুন: বঙ্গে বিনিয়োগ করে টাটার মতো বিপাকে আদানিও? তৃণমূলের বিরোধিতায় হাতছাড়া তাজপুর বন্দর
পিকে আরও বলেন, ‘বিহারের ৫০ শতাংশের বেশি মানুষ একটি নতুন দল চায়। একটি নতুন বিকল্প চায়, তাই আমরা এই প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম করছি। যদি ১০০ জনের মধ্যে একজনও নতুন দল গড়তে প্রস্তুত থাকে, তাহলে গোটা বিহারে অন্তত ১২ থেকে ১৩ লক্ষ সদস্য পাওয়া যাবে।’
উল্লেখ্য, ‘জন সুরজ’ কর্মসূচির মাধ্যমে বিহারে ছাপ ফেলেছে পিকে। আর এবার নতুন দল গঠন করে রাজনীতির ময়দানে সরাসরি নামার বার্তা দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এবার দেখার আগামী দিনে ভোটকুশলী পিকে যতটা হিট হয়েছেন, রাজনীতিক হিসেবে কতটা সফল হন।