বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালে বিজেপির (BJP) তরফ থেকে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) প্রধানমন্ত্রী পদপ্রার্থী বানানোর পর প্রশান্ত কিশোর (Prashant Kishor) নিজের টিমের সাথে দিল্লী চলে যান আর সেখানে বিজেপির হয়ে প্রচার করার জন্য ওয়ার রুমের দায়িত্ব সামলান। ইংরেজি সংবাদ মাধ্যম দ্য সানডে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জয়ের পর প্রশান্ত কিশোর PMO তে এন্ট্রি চাইছিলেন।
রিপোর্টে দাবি করা হয়েছে যে, প্রশান্ত কিশোরের কোম্পানি I-PAC এর সুত্র থেকে জানা যায় যে, প্রশান্ত কিশোর সরকারে ল্যাটেরাল এন্ট্রির সমর্থক ছিলেন। উনি এই বিষয়ে প্রধানমন্ত্রীকে আইডিয়াও দিয়েছিলেন। সুত্র থেকে পাওয়ার খবরের পর রিপোর্টে দাবি করা হয় যে, প্রশান্ত কিশোর নিজের টিমের সাথে পিএমও তে একটি দলের নেতৃত্ব করতে চাইছিলেন, কিন্তু এটা সম্ভব হয়ে ওঠেনি। রিপোর্টে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও এই যোজনা নিয়ে আগ্রহী ছিলেন।
সংবাদের রিপোর্টে দাবি করা হয় যে, ভারতীয় জনতা পার্টির গুজরাটের এক বরিষ্ঠ নেতা প্রশান্ত কিশোরকে উচ্চাকাঙ্খি এবং সুবিধাবাদী বলেছিলেন। বিজেপি নেতা বলেছিলেন, ২০১১ সালে একটি রিয়েল এস্টেট ব্যাবসায়ি নরেন্দ্র মোদীর সাথে প্রশান্ত কিশোরের সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন।
তখন নরেন্দ্র মোদী প্রশান্ত কিশোরের সুবিধাবাদী দিক গুলো নিয়ে অবগত ছিলেন না। কিশোর দীর্ঘদিন নেতা নেত্রীদের সাথে নির্বাচনের রণনীতিকার আর একটি কোম্পানি চালানো ব্যাক্তি হিসেবে সাক্ষাৎ করতেন। বিজেপির ওই নেতা অনুযায়ী, প্রশান্ত কিশোর নিজের লাভ ছাড়া আর কিছুই জানেন না।