অডিও ক্লিপের সত্যতা স্বীকার করলেন প্রশান্ত কিশোর! প্রথমবার মুখও খুললেন ফাঁস হওয়া চ্যাট নিয়ে

বাংলা হান্ট ডেস্কঃ চতুর্থ দফার ভোটের দিন সকাল সকাল ভোট কুশলী প্রশান্ত কিশোরের একটি মিটিংয়ের অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য পড়ে যায়। ওই মিটিংয়ে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন যে, এবার বাংলায় বিজেপিই ক্ষমতায় আসছে। বঙ্গে মতুয়া, তফসিলিদের ভোট বিজেপির ঝুলিতেই যাচ্ছে এবং বামেদের ১০ থেকে ১২ শতাংশ ভোট বিজেপি পাচ্ছে।

ওই মিটিংয়ে প্রশান্ত কিশোর এও বলেছিলেন যে, এবার বঙ্গে মোদীর নামে ভোট হচ্ছে। বাংলায় মোদী ঝড় চলছে। তাছাড়াও মানুষ তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দিচ্ছেন তৃণমূলের উপর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের কারণেই বঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। প্রশান্ত কিশোরের এই অডিও ক্লিপ বিজেপির সোশ্যাল মিডিয়ার ইনচার্জ অমিত মালব্য নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে তৃণমূল এবং প্রশান্ত কিশোরকে একহাতে নেন।

https://twitter.com/ManjanRanjan/status/1380717518856224769

এবার ভাইরাল হওয়া অডিও ক্লিপ নিয়ে প্রথমবার মুখ খুললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি একটি টুইট করে কার্যত স্বীকার করে নিয়েছেন ভিডিও ক্লিপের সত্যতা। প্রশান্ত কিশোর টুইট করে লেখেন, ‘আমি খুব গর্বিত যে, বিজেপি নিজেদের নেতাদের কথা সিরিয়াস না নিয়ে আমার কথাকে বেশি প্রাধান্য দিচ্ছে।”

https://twitter.com/PrashantKishor/status/1380747672248705031

প্রশান্ত কিশোর নিজের টুইটে আরও লেখেন, ‘তাঁদের উচিৎ সাহস দেখিয়ে শুধুমাত্র কিছুটা অংশ জারি না করে  সম্পূর্ণ কথোপকথনের ভিডিও জারি করা।” এরপর প্রশান্ত কিশোর লেখেন, ‘আমি এর আগেও বলেছি আর এখনও বলছি যে, বিজেপি বাংলায় ১০০ আসনের গণ্ডি পার করতে পারবে না।”

mamat 1
তৃণমূল/All India Trinamool Congress

প্রশান্ত কিশোরের এই টুইট প্রমাণ করে দিচ্ছে যে, ওনার ফাঁস হওয়া অডিও/ভিডিও ক্লিপ সত্য। তবে তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে, বিজেপি শুধুমাত্র কিছুটা অংশ তুলে ধরেছে, পুরোটা তুলে ধরেনি। আর তিনি বিজেপিকে পুরোটা তুলে ধরার চ্যালেঞ্জও জানিয়েছেন।

mamata pk

উল্লেখ্য, রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর প্রশান্ত কিশোর দাবি করেছিলেন যে, বিজেপি বাংলায় ১০০ আসনের গণ্ডি পার করতে পারবে না। আর আজও তিনি এই কথাই বললেন। তিনি এও বলেছিলেন যে, বিজেপি বাংলা ১০০ আসনের গণ্ডি পার করলে তিনি নিজের কাজ থেকে সন্ন্যাস নিয়ে নেবেন। এখন কথা হচ্ছে প্রশান্ত কিশোরের দাবি সত্যি হয়, না বিজেপির দাবি সত্যি হয় তা ২ মে’র আগে পরিস্কার হবে না।


Koushik Dutta

সম্পর্কিত খবর