বিপ্লব, মানিক নয় … এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে পারেন প্রতিমা ভৌমিক! বড় চমক বিজেপির

বাংলা হান্ট ডেস্ক : আরও এক মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে ভারত। এই মুহুর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ত্রিপুরায় এবার মুখ্যমন্ত্রীর (Tripura Chief Minister) পদে বসতে পারেন এক মহিলা। বাম-কংগ্রেস জোটের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে ম্যাজিক ফিগার টপকে সরকার গঠন করতে চলেছে বিজেপি-আইপিএফটি জোট। এখন লক্ষ টাকার প্রশ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে হবেন?

গতবার বিপ্লব দেবের উপর ভরসা রেখে ভরাডুবি হয়েছে বিজেপির। তিনিই যদি মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে এই নির্বাচনে আদৌও বিজেপি জিতত কিনা তা নিয়ে সন্দেহ ছিল গেরুয়া শিবিরের। তড়িঘড়ি মানিক সাহাকে এনে ‘ড্যামেজ কন্ট্রোল’ করেছে পদ্ম শিবির। কিন্তু আশানুরূপ সাফল্য পায়নি দল। তাই এবার বিশেষজ্ঞ মহলের একাংশের অনুমান, এবার আর মানিক সাহা নয়, কোনও মহিলাকেই মুখ্যমন্ত্রীর পদে বসাতে চলেছে গেরুয়া শিবির।

সূত্রের খবর, জোটের শীর্ষ নেতৃত্ব প্রতিমা ভৌমিককে (Pratima Bhowmik) মুখ্যমন্ত্রীর পদে বসাতে চলেছে। বর্তমানে তিনি সামাজিক ন্যায়বিচার এবং মহিলা ক্ষমতায়নের প্রতিমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে তাঁকেই ত্রিপুরার সিংহাসনে বসাতে চাইছে বিজেপি-আইপিএফটি।

pratima 2

অবশ্য, বিজেপির একাংশের ধারণা, আপাতত মানিক সাহাই রাজ্যের নেতৃত্বে থাকবেন। তিনিই হবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কিছু সময় পর তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রীর পদে নিয়ে আসা হতে পারে প্রতিমা ভৌমিককে। প্রতিমা ভৌমিক ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলে তিনিই হবেন উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী (First Female Chief Minister Of North East India)। এবং দেশের বর্তমান দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী।

কে এই প্রতিমা ভৌমিক? ভারত-বাংলাদেশ সীমান্তে ত্রিপুরার ছোট্ট গ্রাম ধানপুর। সেখানেই একটি দরিদ্র পরিবারে জন্ম প্রতিমার। আদিবাসী জনজাতি অধ্যুষিত এলাকাগুলি থেকে এ বার নির্বাচনে শোচনীয় হাল হয়েছে গেরুয়া শিবিরের। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহুবার উত্তর পূর্ব ভারতে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে যে বার্তা দিয়েছেন, তা ভোটারদের বেশ অনুপ্রাণিত করেছে। মহিলাদের ভোট বিজেপি-কে আরও একবার ক্ষমতা বসিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তাই প্রতিমা ভৌমিককে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে সেই ভোট ব্যাঙ্ককেই শিলমোহর দিতে চাইছে বিজেপি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর