মর্মান্তিক! গর্ভবতী মহিলাকে পিষে দিল ডাম্পার, পেট ফেটে বেরিয়ে এল শিশুকন্যা! মৃত্যু মায়ের

বাংলা হান্ট ডেস্ক: একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের আগ্রা (Agra)। জানা গিয়েছে, স্বামীর সাথে বাপের বাড়িতে যাওয়ার সময় একটি ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক গর্ভবতী মহিলার। শুধু তাই নয়, ওই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। আপাতত, সেই শিশুটিকে আগ্রা সরকারি মেডিকেল কলেজের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

প্রথমে বাইকের সাথে ধাক্কা, পরে পিষে দেয় ডাম্পার: জানা গিয়েছে, গত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে আগ্রার ধানৌলি গ্রামে। ২৪ বছর বয়সী কামিনী তাঁর স্বামী রামকুমারের সাথে বাইকে চেপে ফিরোজাবাদের বারতারা গ্রামে যাচ্ছিলেন। এমতাবস্থায়, ধানৌলি গ্রামের কাছে বাইপাস রোডে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল রামকুমারের বাইকে ধাক্কা মারে। এদিকে, ওই সংঘর্ষের ফলে বাইকের পিছনে বসে থাকা কামিনী রাস্তার মাঝখানে পড়ে যান। আর ঠিক সেই সময়েই পেছন থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পার কামিনীর শরীরের উপরের অংশকে পিষে দেয়। পাশাপাশি, ওই ধাক্কায় সেখানেই কন্যাসন্তানের জন্ম দিয়ে মারা যান কামিনী।

সন্তান জন্ম নিল অথচ মা মারা গেলেন: এই মর্মান্তিক দুর্ঘটনায় কামিনী তাঁর সন্তানের জন্ম দিলেও তাকে না দেখেই পৃথিবীকে বিদায় জানান। স্বাভাবিকভাবেই, এই দুর্ঘটনায় চমকে ওঠেন স্থানীয়রাও। মায়ের কাছে থাকা সদ্যজাত কন্যাসন্তানের কাঁদতে থাকার আওয়াজ পান তাঁরা।

WhatsApp Image 2022 07 22 at 8.08.58 PM

এমতাবস্থায়, সঙ্গে সঙ্গে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি, কামিনীর দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এদিকে, কামিনীর স্বামী রামকুমারও আহত হয়েছেন। অপরদিকে, পুলিশ ডাম্পারটিকে বাজেয়াপ্ত করে পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, আগ্রার মেডিক্যাল কলেজের সিনিয়র পেডিয়াট্রিশিয়ান এল কে গুপ্তা, কন্যা সন্তানটির চিকিৎসা করছেন। তিনি জানিয়েছেন, শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে বিপদমুক্ত। তাকে এনআইসিইউ ওয়ার্ডে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর