বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (bollywood) জনপ্রিয় অভিনত্রীদের মধ্যে অন্যতম প্রীতি জিন্টা (preity zinta)। হিন্দি ইন্ডাস্ট্রির ‘ডিম্পল গার্ল’ নামে পরিচিত প্রীতি নিজের সময়কার সফল অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে ছিলেন। তাঁর সুপারহিট ছবি ও প্রাণখোলা মেজাজের জন্য এখনো সিনেপ্রেমীদের মধ্যে একই রকম ভাবে জনপ্রিয় অভিনেত্রী।
সে সময়ের প্রায় সব নামী অভিনেতাদের সঙ্গেই কাজ করেছিলেন প্রীতি। দিল চাহতা হ্যায়, সালাম নমস্তে, দিল সে, কভি আলবিদা না কহেনার মতো ছবি উপহার দিয়ে অনুরাগীদের মন জিতে নিয়েছিলেন তিনি। এখনো তাঁর ছবি গুলি সমান জনপ্রিয় রয়েছে। কিন্তু বহু সুপারহিট ছবি করার পরেও বলিউডে এখন আর নাম শোনা যায় না প্রীতির।
বলিউড থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছেন তিনি। অভিনয় থেকে এবং সর্বোপরি এ দেশ থেকে দূরে মার্কিন মুলুকে সংসার পেতেছেন প্রীতি। স্বামী জিন গুডইনাফের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। বলিউডের থেকে দূরত্ব বাড়িয়ে নিলেও ব্যক্তিগত জীবনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছেন প্রীতি।
জেনে অবাক হবেন প্রীতি এক দুজন নয়, বরং ৩৪ জন সন্তানের মা। আসলে ২০০৯ সালে হৃষিকেশ থেকে ৩৪ জনকে শিশুকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। নিজের জন্মদিনের দিন এই শুভকাজ করেন তিনি। মার্কিন মুলুকের বাসিন্দা হলেও সন্তানদের খেয়াল ঠিকই রাখেন প্রীতি। বছরে দু বার করে নিজে তাদের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী।
২০১৬ তে মার্কিন নাগরিক জিনকে বিয়ে করেন প্রীতি। বিদেশেই চুপিচুপি বিয়ে সারেন তিনি। লস এঞ্জেলসে গোপনে বিয়ে করেন অভিনেত্রী। তার ছয় মাস পর মিডিয়ার কাছে এসে পৌঁছায় প্রীতির বিয়ে খবর। শেষ বার ভাইয়া জি সুপারহিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। এরপরেই বলিউড থেকে সরে দাঁড়ান অভিনেত্রী।