বাংলাহান্ট ডেস্কঃ রাশিয়ার (Russia) দ্বারা প্রস্তুত করোনা ভ্যাকসিন বিশ্ববাসীর কাছে এক আশার আলো নিয়ে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভ্যাকসিন প্রস্তুতের আনন্দ যেন, অপেক্ষারত চাতক পাখির বৃষ্টির জল পাওয়ার আনন্দের সমান। তবে রাশিয়াকে ভারতের (Inida) কোম্পানিরা এই ভ্যাকসিনের সঙ্গে যুক্ত প্রথম ধাপ এবং দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল সম্পর্কিত তথ্য জমা দিতে বলেছে।
বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হিসাবে এই ভ্যাকসিন স্বীকৃতি লাভ করেছে। রাশিয়ার মাইক্রো বায়োলজি রিসার্চ সেন্টার গমালয়ায় এই ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে, যা গত মঙ্গলবার রাশিয়ার সরকার জনসমক্ষে ঘোষণা করেছেন। করোনা ভ্যাকসিন উৎপাদনে RDIF রাশিয়ার একটি মূলধন সরবরাহকারী সংস্থা। করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-এর গবেষণা ও পরীক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে সাহায্য করেছে এই সংস্থা।
মস্কোয় ভারতীয় দূতাবাসের সূত্র থেকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে ভারতের পক্ষ থেকে তথ্য সরবরাহ করেছে। যেখানে বলা হয়েছে, ভারতীয় কোম্পানির সঙ্গে রাশিয়ার RDIF সংস্থার আলচনার মাধ্যমে সবুজ সংকেত পাওয়া যায়, তাহলে ভারতেও এই ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে। দেশীয় কোম্পানিদের দ্বারা এই ভ্যাকসিন উৎপাদন করা যাবে।
ভারত এই ভ্যাকসিন উৎপাদনের তথ্য জানতে চাওয়ায়, রাশিয়ার দূতাবাস সুত্রে জানিয়েছে, রাশিয়া ছাড়া বিশ্বের অন্য কোন দেশ এই ভ্যাকসিনের বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেছে। ভারত রাশিয়ার RDIF সংস্থার কাছে এই স্পুটনিক ভি-এর ভ্যাকসিনের সঙ্গে যুক্ত প্রথম ধাপ এবং দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল সম্পর্কিত তথ্য জানতে চেয়েছে। সেইসঙ্গে তারা এই ভ্যাকসিন নিজ দেশে উৎপাদনের ইচ্ছা প্রকাশ করেছে।