অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা! কী কারণে দুর্ঘটনার সম্মুখীন রাষ্ট্রপতির হেলিকপ্টার? মিলল আপডেট

Published on:

Published on:

President Droupadi Murmu helicopter faces problems during landing.

বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) কেরালা সফরের সময়ে বড় দুর্ঘটনার সম্মুখীন হয় তাঁর হেলিকপ্টার। মূলত, হেলিকপ্টারটি প্রমাদম স্টেডিয়ামে অবতরণের সময়, হেলিপ্যাডের টারম্যাকের একটি অংশ ধসে পড়ে। যার ফলে একটি গর্ত তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল কর্মীরা তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারটিকে ওই গর্ত থেকে বের করে আনেন।

দুর্ঘটনার সম্মুখীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) হেলিকপ্টার:

দুর্ঘটনাটি কীভাবে ঘটল: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) শবরীমালা মন্দির পরিদর্শন করতে কেরালায় এসেছিলেন। নিরাপত্তা প্রোটোকলের মধ্যে এই ঘটনাটি ঘটে। প্রমাদোম স্টেডিয়ামের হেলিপ্যাড রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টারের ভারী ওজন সহ্য করতে পারেনি। যার ফলে হেলিপ্যাডের টারম্যাকের একটি অংশ ধসে পড়ে। এমতাবস্থায়, চাকা স্পর্শ করার মতো জায়গায় একটি গর্ত তৈরি হয়। সৌভাগ্যবশত, ঘটনার সময় রাষ্ট্রপতি হেলিকপ্টারের ভিতরে ছিলেন না।

এদিকে, ওই আকস্মিক কঠিন পরিস্থিতি মোকাবিলায়, সেখানে উপস্থিত পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা তাৎক্ষণিক পদক্ষেপ নেন। তাঁরা তৎক্ষণাৎ একসঙ্গে হেলিকপ্টারটিকে রীতিমতো ধাক্কা দিয়ে ওই গর্ত থেকে বের করে আনেন।

আরও পড়ুন: দীপাবলির পরেও মিলছে Jio-র এই স্পেশাল প্ল্যান! রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স, দাম মাত্র এত টাকা

হেলিপ্যাডটি তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছিল: জেলার একজন উচ্চ পুলিশ আধিকারিক বিষয়টির পরিপ্রেক্ষিতে জানিয়েছেন যে, হেলিপ্যাডটি তাড়াহুড়োয় তৈরি করা হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে অবতরণের স্থানটি নীলাক্কল থেকে প্রমাদমে পরিবর্তন করা হয়। সেই কারণেই মঙ্গলবার গভীর রাতে হেলিপ্যাডটি তৈরি করা হয়। যার ফলে কংক্রিটটি পুরোপুরি শুকিয়ে যায়নি। তাই সেটি হেলিকপ্টারের ওজন সহ্য করতে না পারায় গর্তের সৃষ্টি হয়।

আরও পড়ুন: মতবিরোধের আবহেই মিলল গুরুত্বপূর্ণ আপডেট! এবার এই বড় সিদ্ধান্ত নিল টাটা ট্রাস্ট

রাষ্ট্রপতির কেরালা সফর: রাষ্ট্রপতির (Droupadi Murmu) সচিবালয় অনুসারে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কেরালায় সফর করবেন।
২২ অক্টোবর: শবরীমালা মন্দিরে দর্শন ও আরতি।
২৩ অক্টোবর: তিরুবনন্তপুরমে প্রাক্তন রাষ্ট্রপতি কে.আর. নারায়ণনের মূর্তি উন্মোচন এবং শিবগিরি মঠে শ্রী নারায়ণ গুরুর মহাসমাধি শতবর্ষ উদযাপনের উদ্বোধন।
২৪ অক্টোবর: এর্নাকুলামের সেন্ট তেরেসা কলেজের শতবর্ষ উদযাপনে যোগদান করেছেন।