দু’দিনের বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! পরিদর্শন করবেন এই বিশেষ স্থান

Published on:

Published on:

President Droupadi Murmu to visit Bengal on July 30 and 31

বাংলা হান্ট ডেস্কঃ শীঘ্রই পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। আগামী ৩০ ও ৩১ জুলাই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করবেন তিনি। সূত্রের খবর, ৩০ জুলাই দুপুরে ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি (Droupadi Murmu)। সেখান থেকে আকাশপথে দুপুর ১টা ২০ মিনিট নাগাদ কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে পৌঁছবেন তিনি ।

কল্যাণীতে বিএসএফ অফিসার্স মেস-এ মধ্যাহ্নভোজ সারবেন রাষ্ট্রপতি। এরপর কল্যাণী AIIMS-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ইতিমধ্যেই অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক স্তরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

দক্ষিণেশ্বরে পুজো, রাজভবনে রাত্রিবাস

AIIMS-এর অনুষ্ঠান শেষ হওয়ার পর ফের বায়ুসেনার MI-17 কপ্টারে কলকাতা ফিরবেন রাষ্ট্রপতি (Droupadi Murmu)। বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ তিনি ফের কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে সড়কপথে রওনা দেবেন দক্ষিণেশ্বর কালীমন্দিরের উদ্দেশে।

সূত্র অনুযায়ী, দক্ষিণেশ্বরে পুজো ও সন্ধ্যা আরতিতে অংশ নেবেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে মন্দিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। রাজভবনে রাত কাটাবেন তিনি। সেখানেই তাঁর রাত্রিবাসের বন্দোবস্ত করা হবে।

৩১ জুলাই সকালেই ফেরার পরিকল্পনা

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩১ জুলাই সকালে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি। সকাল ৯টা ২০ থেকে ৯টা ৫০ পর্যন্ত কিছু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আলোচনা হওয়ার কথা। এরপর সকাল ১০টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখান থেকে বিশেষ বিমানে দিল্লির পথে রওনা হবেন।

President Droupadi Murmu to visit Bengal on July 30 and 31

আরও পড়ুনঃ ক্যাপশনে ‘ঘোষের কুকীর্তি’, প্রাক্তন বিজেপি সাংসদের আপত্তিকর ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

রাষ্ট্রপতির (Droupadi Murmu) সফর ঘিরে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সফর ঘিরে কলকাতা, কল্যাণী ও দক্ষিণেশ্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও বায়ুসেনা একযোগে নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, রাষ্ট্রপতির জন্য আলাদা নিরাপত্তা বলয়ের পাশাপাশি যাতায়াতের রাস্তাতেও নজরদারি আরও বাড়ানো হয়েছে।