পুতিনকে পরামর্শ দেওয়ার জের, রাষ্ট্রসংঘের মঞ্চে মোদির ভূয়সী প্রশংসা ফ্রান্সের প্রেসিডেন্টের

বাংলাহান্ট ডেস্ক : আন্তর্জাতিক কূটনীতির ময়দানে প্রশংসিত হল ভারত (India)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রাশিয়ার প্রেসিডেন্ট (President of Russia) ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) বলা কথা তুলে ধরে রাষ্ট্রপুঞ্জের (United Nations) সাধারণ অধিবেশনে বিশ্বশান্তির পক্ষে সরব করলেন ফ্রান্সের (France) প্রেসিডেন্ট (President of France)ইমানুয়েল মাকরঁ (Emmanuel Macron)। মঙ্গলবার, রাষ্ট্রপুঞ্জের ৭৭ তম সাধারণ অধিবেশনের মঞ্চে প্রেসিডেন্ট মাকরঁ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদি যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, এটা যুদ্ধের সময় নয়, তখন তিনি যথার্থই বলেন।’

গত ১৬ সেপ্টেম্বর, উজবেকিস্তানের সমরকন্দে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা হয় পুতিনের। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্টকে মোদি বলেন, ‘আজকের যুগ যুদ্ধের কথা বলে না।’ সেই প্রসঙ্গ সামনে এনেই সাধারণ অধিবেশনের মঞ্চে শান্তির পক্ষেই মত দিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি।

মাকরঁ এদিন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিকই বলেন, এটা যুদ্ধের সঠিক সময় নয়। এটা পশ্চিমের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় নয় বা পশ্চিমকে পূর্বের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ারও সময় নয়। প্রতিটি সার্বভৌম দেশের হাতে হাত ধরে বিভিন্ন বাধাবিপত্তি অতিক্রম করার সময় এটি।’

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলতে গিয়ে মাকরঁ বলেন, ‘রাশিয়া আসলে একটি দ্বিচারিতার নীতি তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি এমন যে, এই দ্বন্দ্বের আবহ থেকে চোখ ফিরিয়ে থাকাও সম্ভব নয়।’ পুতিনকে বলা মোদির এই কথার প্রশংসা চলছে গোটা বিশ্ব জুড়ে। দেশের গণ্ডি পেরিয়ে এ বার অন্য এক দেশের এক রাষ্ট্রপ্রধানের ভাষণেও উঠে এল সেই প্রসঙ্গ।


Sudipto

সম্পর্কিত খবর