কৃষি বিলে মঞ্জুরি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) কৃষি বিলকে (farm bills 2020) মঞ্জুরি দিয়ে দিয়েছেন। রাষ্ট্রপতির মঞ্জুরির পর এই বিল এবার আইনের স্বীকৃতি পেল। যদিও বিরোধী দল গুলো এই বিল নিয়ে লাগাতার সরকারের বিরোধিতা করে চলেছে। কিনতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিলকে কৃষকদের জন্য যুগান্তকারী বলে আখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি বিলকে কৃষকদের সুরক্ষা কবচ বলে অভিহিত করেছেন।

Narendra Modi 4

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী পার্টি বিশেষ করে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন যে, ওঁরা এই বিল নিয়ে কৃষকদের ধোঁয়াশার মধ্যে রাখছে আর ব্যবসায়ীদের সাথে মিলে কৃষকদের আয় লুট করার প্ল্যান বানাচ্ছে। উনি কৃষকদের আবেদন করে বলেন যে, তাঁরা যেন বিরোধীদের ছড়ানো গুজবে কান না দেন।

নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘বিশ্বকর্মা জয়ন্তীর দিনে লোকসভায় ঐতিহাসিক কৃষি বিল পাশ হয়েছে। কৃষক আর গ্রাহকদের মধ্যে যেই মিডিলম্যানেরা থাকে, তাঁরা কৃষকদের আয়ের মোটা অংশ নিজেরাই নিয়ে নেয়। তাঁদের থেকে কৃষকদের বাঁচানো খুব দরকার ছিল। আর এই বিল কৃষকদের সুরক্ষা কবচ হিসেবে সামনে এসেছে।”

উনি বলেছিলেন, যারা কয়েক দশক ধরে ক্ষমতায় ছিলেন, তাঁরা কৃষকদের এই বিষয়ে ধোঁয়াশার মধ্যে রাখার চেষ্টা করেছেন আর কৃষকদের মিথ্যে বলছেন। উনি বলেছিলেন, যেই এপিএমসি আইন নিয়ে এরা রাজনীতি করছে, অ্যাগ্রিকালচার মার্কেটের বদলানর বিরোধিতা করছে, তাঁরাই এই বিল আনার কথা নিজেদের ঘোষণাপত্রে বলেছিল। কিন্তু যখন এনডিএ সরকার বদল এনেছে, তখন এটা বিরোধিতা করছে আর অপপ্রচার করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর