বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ নিয়ে বড় পরিবর্তনের উদ্যোগে আপাতত স্থগিত করা হল। রাজ্যের আনা দুইটি সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য বা চ্যান্সেলর পদে কোনও বদল এখনই হচ্ছে না।
আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?
রাজভবন সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল ২০২৪ পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন রাজ্যপাল। ওই বিলে প্রস্তাব ছিল, রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বসানো হবে। একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২-ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সেই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া বা চ্যান্সেলর পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব ছিল। তবে এই দুইটি সংশোধনী বিলে রাষ্ট্রপতি সম্মতি দেননি। ফলে বিলগুলি কার্যকর হচ্ছে না।
উল্লেখ্য, বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে বলা রয়েছে যে, রাজ্যপাল তাঁর পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। সেই আইনি অবস্থানের কথাই মাথায় রেখে রাষ্ট্রপতি এই দুই বিলে সই করেননি বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ জেলে আটকে হিন্দু শরণার্থীরা, কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ হাই কোর্ট বলল…
প্রসঙ্গত, নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) আনা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আইন সংশোধনের কাজ শুরু হয় এবং বিল বিধানসভায় পাশ হয়। পরে তা তৎকালীন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠান। কিন্তু রাষ্ট্রপতির সম্মতি না মেলায় আপাতত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য বা চ্যান্সেলর পদে কোনও পরিবর্তন হচ্ছে না। আগের ব্যবস্থাই বহাল থাকছে।












