খ্যাতি পেয়েই ছাড়েন প্রথম প্রেমিকাকে? নিন্দুকদের ফুৎকারে উড়িয়ে চলতি মাসেই বিয়ের পিঁড়িতে ‘প্রেতকথা’ খ্যাত গৌরব

বাংলাহান্ট ডেস্ক : বাংলা ইউটিউব কমিউনিটিতে অন্যতম জনপ্রিয় নাম গৌরব তপাদার (Gourab Tapadar)। তাঁর ‘প্রেতকথা’ ইউটিউব চ্যানেলের প্রতিটি গল্প, পডকাস্ট কার্যত গোগ্রাসে গেলেন নেটিজেনরা। দাদাগিরিতে গিয়েও প্রেতকথার ‘ঘটনা’ শুনিয়ে এসেছেন তিনি। পাশাপাশি তাঁর কণ্ঠে গানও অনুরাগীদের খুবই পছন্দের। যদিও কয়েক মাসেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের মুখে পড়তে হয়েছিল গৌরবকে (Gourab Tapadar)।

গৌরবের (Gourab Tapadar) সম্পর্ক বিচ্ছেদ নিয়ে হয় বিতর্ক

একটি সম্পর্ক ভাঙার পরেই তড়িঘড়ি দ্বিতীয় সম্পর্কে জড়িয়ে আইনি বিয়ে সেরে ফেলায় ট্রোলড হয়েছিলেন গৌরব (Gourab Tapadar)। তাঁর প্রাক্তন প্রেমিকা ছিলেন অন্তরা দে ওরফে অ্যানি। গৌরবের ‘ভ্লগিং’ জার্নির শুরু থেকেই পাশে ছিলেন তিনি। বহু ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সেই সম্পর্কটা টেকেনি। সে সময়ে অনেকেই কটাক্ষ করেছিলেন, খ্যাতি পাওয়ার পর অ্যানিকে ছেড়ে দিয়েছেন গৌরব।

Pretkotha fame youtuber gourab tapadar is going to marry

কী জবাব দিয়েছিলেন গৌরব: তাঁর আইনি বিয়ে কম সমালোচনা হয়নি। তবে সে সময়ে সপাট জবাবে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন গৌরব (Gourab Tapadar)। তিনি বলেছিলেন, কত তারকারাই তো তিন চারটে করে বিয়ে করছেন। অনেকে আবার বুড়ো বয়সে ডিভোর্স দিয়ে ফের বিয়ে করছেন। সেখানে তিনি ২৮ বছর বয়সে প্রথম বিয়ে করলেন। অথচ মানুষ এমন ভাবে বলছে, যেন তিনি পাঁচটা বিয়ে সেরে ফেলেছেন।

আরো পড়ুন : আরণ্যকের থেকে দূরে যেতে বাড়ি ছাড়ল ‘রোশনাই’, ফের দূরত্ব নায়ক নায়িকার, আরো পড়বে TRP?

কবে বিয়ে করছেন: গৌরব (Gourab Tapadar) স্পষ্ট বলেছিলেন, যাঁরা তাঁকে নিয়ে একথা বলছেন, তাঁদের সবার কি প্রথম ভালোবাসার সঙ্গেই বিয়ে হয়েছে? তাঁর মতে, জীবনে যাঁরা আসেন তাঁরা ভগবানের পাঠানো দূত। আর গৌরবের (Gourab Tapadar) কাছে তাঁর আইনত স্ত্রী প্রিয়াঙ্কা ভগবানের পাঠানো সেই দূত। গত বছর এপ্রিল মাসেই প্রিয়াঙ্কার সঙ্গে আইনি বিয়ে সারেন গৌরব। চলতি মাসেই সামাজিক বিয়েটাও সেরে ফেলবেন তাঁরা।

আরো পড়ুন : ‘সমাজে যারা প্রতিষ্ঠিত…’, সংরক্ষণ নীতি নিয়ে এবার বড় মন্তব্য সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত, গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। তিনি পেশাদার নৃত্যশিল্পী। সোশ্যাল মিডিয়ায় তাঁরও জনপ্রিয়তা কম নয়। নেট মাধ্যমে নাচের ভিডিও শেয়ার করার পাশাপাশি নানান জায়গায় শোও করে থাকেন প্রিয়াঙ্কা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর