একজোড়া ছেঁড়া চটি বিক্রি হল দেড় কোটিরও বেশি দামে! কারণ জানলে ভিমড়ি খাবেন আপনিও

বাংলা হান্ট ডেস্কঃ বাড়িতে বহুদিন ধরে ব্যবহৃত চটি ছিঁড়ে গেলে কি করেন? অবশ্যই ফেলে দেন! তবে এই অদ্ভুত চটির ঘটনা শুনলে ভিমড়ি খাবেন আপনিও । পুরনো ছেঁড়াছুড়ো এক হাওয়াই চপ্পলই (Old Sandals) নাকি বিক্রি হল দেড় কোটিরও বেশি মূল্যে!

কি ভাবছেন? যে এটা কি করে সম্ভব তাই তো? তাহলে শুনুন। সম্প্রতি এক নিলামে ঘটেছে এই আজব কাণ্ড। ছেঁড়া চটির দাম নাকি কোটি পার! চটির দামের এই রহস্য জানতে পেরে কপালে হাত পড়েছে সকলের। সম্প্রতি আয়োজিত এক নিলামে তোলা হয়েছিল দীর্ঘদিন ধরে ব্যবহার করা একজোড়া চপ্পল। আর তা কেনার জন্য হুমড়ি খেয়ে পরলো লোকজন । জন্য প্রচুর লড়ায়ের পর অবশেষে ২ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয় সেই জুতো। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকারও বেশি। আর এই ঘটনা শুনেই হতবাক সকলে।

আসলে এই জুতো জোড়ার ব্যবহারকারি খোদ অ্যাপেলের স্রষ্টা (Apple founder) তথা কিংবদন্তি স্টিভ জোবস (Steve Jobs)। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ‘জুলিয়েনস অকশন’ নামক এক সংস্থা স্টিভ জোবসের ব্যবহৃত সে জুতো জোড়া নিলামে তোলার উদ্যোগ নিয়েছিল। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল যে, সত্তরের দশকের মাঝামাঝি নাগাদ এই চপ্পল দু’টি পরতেন স্টিভ। এর আগে অবশ্য শোনা গিয়েছিল, অ্যাপেলের স্রষ্টার ম্যানেজার মার্ক শেফের ছিল।

বহুদিন যাবৎ ব্যবহার করা বাদামি রঙা বারকেনস্টকসের সেই চপ্পল জোড়ার ওপরে পড়েছে পায়ের আঙুলের ছাপ। কোটি টাকার বেশিতে এই জুতো বিকবে তা ভাবতে পারেনি কেউই। নিলামে তোলার আগে সংস্থার ধারণা ছিল, স্টিভ ব্যবহৃত এই জুতো দু’টির দাম ষাট হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ লাখ টাকার মতো উঠতে পারে । কিন্তু নিলাম শুরু হতেই বদলে যায় সব হিসাব। দামের পারদ চড়তে থাকে খুব তাড়াতাড়ি। অবশেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি  জুতো দু’টি কেনেন ।

steve jobs old sandal auction

ছিঁড়ে যাওয়া সেই চটি দিয়ে ওই ব্যক্তি কি করবেন তা অবশ্য জানা যায় নি। অনেক নেটিজেন অবশ্য এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে মন্তব্য করেন এগুলি টাকার শ্রাদ্ধ মাত্র। অনেকে আবার বলেন এত টাকা দিয়ে পুরনো ছেঁড়া জুতো না কিনে গরিব মানুষদের কাজে লাগালে অনেক উপকার হতো।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর