এক ঝটকায় অনেকটাই বেড়ে গেল সোনার দাম, মহার্ঘ হল রুপোও, জেনে নিন আজকের সর্বশেষ রেট

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের রেশ কাটতে না কাটতেই ক্রমশ বেড়ে চলেছে সোনা এবং রুপোর দাম (Gold and Silver Price)। এমনকি, শুক্রবারও সোনা এবং রুপোর দামে উর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। এদিকে, বিয়ের মরশুমে প্রতিনিয়ত এই দুই ধাতুর দাম বাড়তে থাকায় চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। তবে, আন্তর্জাতিক বাজারে সোনার দামে সামান্য পতন লক্ষ্য করা গেছে।

শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX Gold Rate) সোনার দাম ৬১,০০০ টাকা ছাড়িয়ে গেছে। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা সোনা এবং রুপোর সাম্প্রতিক দাম তুলে ধরছি। শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.১০ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৬১,১৩১ টাকা। এছাড়াও, রুপোর দাম ০.১১ শতাংশ বেড়ে প্রতি কেজিতে পৌঁছেছে ৭২,৯৭৫ টাকায়।

The price of gold and silver increased a lot

আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম:

জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন ঘটেছে। কমেক্সে আজ সোনার দাম ২,০০০ ডলারের নিচে রয়েছে। বর্তমানে এই দর ০.০২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্সে ১,৯৯৩.৭৭ ডলারে রয়েছে। তবে, প্রতি আউন্স রুপোর দাম ০.২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩.৭৫ ডলারে রয়েছে।

আরও পড়ুন: তৈরি হচ্ছে নজির! বুলেট ট্রেনের জন্য প্রস্তুত হল ১০০ কিমির ব্রিজ, ভাইরাল ভিডিও দেখলে অবাক হবেন

২২ ক্যারেট সোনার দাম:

এদিকে, শুক্রবার দিল্লিতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৫৬,৯৫০ টাকা। এছাড়াও, আহমেদাবাদে সোনার দাম ৫৬,৮৫০ টাকা এবং চেন্নাইতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৭,৩৫০ টাকা। এছাড়াও, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা এবং মুম্বাইতে এই দাম রয়েছে ৫৭,৩৫০ টাকায়।

আরও পড়ুন: সুখবর! শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি এই ব্যাঙ্কের, এভাবে করুন আবেদন

বুলিয়ন দোকান মালিকরা এই চার্জ যুক্ত করেন:

প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রতিবেদনে দেওয়া সোনার দামের সাথে জিএসটি এবং অন্যান্য চার্জ যুক্ত করার পরে, আপনাকে বাজারে গয়না কেনার ক্ষেত্রে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। আসলে এই হারে জিএসটি, টিসিএস এবং মেকিং চার্জ যোগ করা হবে। এই কারণে, বাজারের হার ভিন্ন হতে হয়।

The price of gold and silver increased a lot

এভাবে চেক করুন আপনার শহরে সোনা-রুপোর দাম:

আপনি বাড়িতে বসেই সোনার দাম চেক করতে পারেন। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, ৮৯৫৫৬৬৪৪৩৩ এই নম্বরে মিসড কল দিয়ে দাম চেক করা যাবে। আপনি যে নম্বর থেকে মেসেজ করবেন সেই নম্বরেই এই সংক্রান্ত মেসেজ আসবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর