দিঘায় মিলল মরশুমের প্রথম ইলিশ! দাম শুনলে চমকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : বর্ষা আর ইলিশ, এ যেন একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই বর্ষা আসার ঠিক আগের মুহূর্ত থেকেই সকলের মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে, ইলিশের দেখা কবে মিলবে। তবে এবার মরশুমের শুরুতে সেই ইলিশের দেখা মিলল। ঝাঁকে ঝাঁকে ইলিশ প্রাপ্তি না ঘটলেও দিঘায় উঠল মরশুমের প্রথম রূপোলি ফসল।

জানা গিয়েছে, দিঘায় (Digha) অবশ্য খুবই কম সংখ্যায় উঠেছে ইলিশ। অগভীর সমুদ্রে কিছু ছোট নৌকা আর ভটভটি জাল ফেলতেই তাদের জালে উঠে এসেছে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, পরপর বেশ কয়েক বছর ধরেই দিঘায় ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। তবে এই মরশুমে ইলিশের খরা কাটবে, আশাবাদী মৎস্যজীবী থেকে ট্রলার মালিকগণ।

সূত্রের খবর, রূপোলি ফসলের সাপ্লাই কম থাকায় বেশিরভাগ আড়তই খালি রয়েছে। তাই, মরশুমের শুরুর দিনে মাছ নিলাম কেন্দ্রে একেবারেই মাছি তাড়ানোর মত অবস্থা। গুটিকয়েক ইলিশ থাকলেও তাদের এক একটির ওজন এক কিলোর আশেপাশে। গড়ন ও গায়ের রং দেখে বোঝা যায়, ভাল জাতের। পিলে চমকানো দাম। হাজারের ওপর।

img 20230617 133934

ফলে, সব মিলিয়ে মধ্যবিত্ত বাঙালির তো ছুঁয়ে দেখার প্রশ্নই নেই। ফলে, ইচ্ছে থাকলেও একপ্রকার বাধ্য হয়েই আমজনতা ইলিশের দিকে চেয়ে মুখ ফিরিয়েছেন অন্যদিকে। বলা বাহুল্য, বৃষ্টি আর পুবালি হাওয়ার দাপটেই ঝাঁকে ঝাঁকে ইলিশ জালে ধরা পড়ে। দিঘায় অবশ্য সেই আবহাওয়া এখনও পর্যন্ত তৈরি হয়নি। দ্রুত আবহাওয়া অনুকূল হলেই ইলিশ উঠতে থাকবে জালে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর