বাংলাহান্ট ডেস্কঃ দুরন্ত গতিতে বৃদ্ধি পেতে পেতে হঠাৎ করে বিরাট পতন ঘটল সোনার (Gold) দামে, অপরদিকে বাড়ল রূপোর (Silver) দাম। লকডাউনের জেরে বিশ্ব বাজারে ব্যবসায় ভাটা পড়েছে। সেই কারণে বৃদ্ধির মুখেও পতন ঘটল সোনার দামে। কিন্তু বেড়েছে রূপোর দাম।
করোনার প্রভাব পড়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও
করোনা ভাইরাসের (COVID-19) জেরে বন্ধ এখন বৈদেশিক ব্যবসা। যার জেরে অর্থনীতি এখন প্রবল সংকটের মুখে। লকডাউনের তৃতীয় ধাপে আশঙ্কাজনিত অঞ্চল ছাড়া, বিভিন্ন জায়গায় কিছু ছোট ছোট দোকানপাট খুলে দিলেও, এখন বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।
২২ ক্যারেট সোনার দাম
গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪৪৭৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৫ টাকা। আজ সেই দাম কমে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৪৭১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭১ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৬৫১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৫১ টাকা। আর আজ দাম হ্রাস পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৬২০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬২০ টাকা।
রূপোর দাম
সোনার দাম কমলেও, আজ বেড়েছে রূপোর দাম। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪৩.৬০ টাকা। আজ এই দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৩.৬১ টাকা।
পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম ৫৮৪.৫০ টাকা।