পতনের পর আবারও ঘুরে দাড়াচ্ছে সোনা রূপোর দাম, জেনে নিন আজকের দাম

বাংলাহান্ট ডেস্কঃ বিরাট পতনের পর ফের ঘুরে দাঁড়াল সোনা (Gold) রূপোর (Silver) দাম। হঠাৎ করে কমে গেলেও, আবারও নিজের জায়গায় ফিরছে দামের গ্রাফ। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সোনা রূপোর দাম। সামান্য করে হলেও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে দামের গ্রাফ। লকডাউনের মধ্যে বাজার বন্ধ রয়েছে, ব্যবসা হচ্ছে না। কিন্তু তাতেও কোন প্রভাব পড়ছে না এই সোনার রূপোর দামের ক্ষেত্রে।

gold 9

ব্যবসায় করোনার প্রভাব
বিশ্ববাজারে এখন বন্ধ সোনা রূপো কেনা বেচা। কারণ, করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ১৭ ই মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। এই সময়ে খোলা থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।

২২ ক্যারেট সোনার দাম
গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪৪৭১০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭১ টাকা। আজ সেই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৪৭২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭২ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৬৪৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৪৬ টাকা। আর আজ দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৬৪৭০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৪৭ টাকা।

1488485585 946 2

রূপোর দাম
সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দাম। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪২ টাকা। আজ এই দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪২.০ ১ টাকা।

পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা কমে গিয়ে দাঁড়িয়েছে ৫৮৪.৫০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর