বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি নিয়ে রাজ্যে যখন তোলপাড়, ঠিক তখনই নতুন করে আতঙ্ক ছড়াল প্রাইমারি শিক্ষকের নিয়োগ (Primary Teacher Scam) প্রক্রিয়া ঘিরে। আইনজীবী ফিরদৌস শামিম এক সাক্ষাৎকারে সরাসরি সতর্ক করেছেন যে, প্রাইমারি টেট (TET) পরীক্ষার ফলাফল ও পরবর্তী নিয়োগে দুর্নীতি এসএসসি কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর হতে পারে।
কেন প্রাইমারি (Primary Teacher Scam) নিয়ে আশঙ্কা?
আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, “এসএসসি-র থেকে প্রাইমারির দুর্নীতি আরও ভয়াবহ।” SSC নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই ওএমআর কারচুপি, র্যাঙ্ক জাম্পিং এবং মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু প্রাইমারি স্তরে দুর্নীতির (Primary Teacher Scam) পরিমাণ ও প্রকৃতি দুটোই আরও ভয়ঙ্কর আকার নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এতে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।
ফিরদৌস শামিমের বক্তব্য অনুযায়ী, SSC-তে দুর্নীতির ছবিই প্রমাণ করছে কীভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া ভেঙে পড়েছে। কমিশন স্বীকার করেছে প্রায় ৬,২৭৬টি অবৈধ নিয়োগের কথা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও “টেন্টেড” প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশে বিলম্ব করা হচ্ছে। তথ্য গোপন করে স্বচ্ছতার অভাব দেখিয়ে গোটা প্রক্রিয়াকে জটিল করা হয়েছে। তাঁর মতে, একই চক্র এবং একই মানসিকতা যদি প্রাইমারিতেও সক্রিয় হয়, তবে দুর্নীতির (Primary Teacher Scam) মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
আইনজীবীর মতে, এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো স্বচ্ছতা নিশ্চিত করা। যদি এসএসসি-র মতো প্রাইমারি নিয়োগের ক্ষেত্রেও তথ্য লুকোনো হয়, তবে চাকরিপ্রার্থীদের ক্ষোভ এক সময় গণবিস্ফোরণে পরিণত হতে পারে। তাই সরকারের উচিত অবিলম্বে তদন্ত শুরু করে অভিযুক্তদের নাম প্রকাশ করা এবং নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করা।
আরও পড়ুনঃ “আমাকে মুক্তি দিন, সমাজের সামনে দাঁড়াতে দিন”, কালো চশমা পড়ে আদালতে দাবি প্রাক্তন শিক্ষা মন্ত্রীর
এসএসসি দুর্নীতি এখনও আদালত ও তদন্তে রয়েছে। কিন্তু তার থেকেও বড় আশঙ্কা যদি প্রাইমারিতে সত্যি প্রমাণিত হয় (Primary Teacher Scam), তবে শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভেঙে পড়বে। ফিরদৌস শামিমের সতর্কবার্তা তাই প্রশাসনের কাছে একটি গুরুতর সংকেত, যা উপেক্ষা করা মানে নতুন এক বিস্ফোরক পরিস্থিতির জন্ম দেওয়া।