বাংলাহান্ট ডেস্ক : আদালতের নির্দেশের বিপক্ষে গিয়ে প্রাইমারি শিক্ষকদের বুথ লেভেল অফিসারের কাজে নিয়োগ করার অভিযোগ উঠেছে। এই মর্মে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছেন ৫০ জন শিক্ষক। সুপ্রিম কোর্টের নিয়ম অমান্য করছে নির্বাচন কমিশন, এমনই অভিযোগ করেছেন তাঁরা।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) মামলা
সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলাটি। মামলাকারী প্রাইমারি শিক্ষকদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নির্বাচন কমিশন তাঁদের নিয়মবহির্ভূত ভাবে দায়িত্ব দিতে চাইছে। মামলাকারীদের আইনজীবী এদিন আদালতে জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, ছুটির দিন গুলিতেই শুধুমাত্র প্রাইমারি শিক্ষকদের বুথ অফিসারের দায়িত্ব অর্পণ করা যাবে।
কী অভিযোগ মামলাকারীদের: অভিযোগ, নির্বাচন কমিশন যে কাজের তালিকা পাঠিয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্কুল চলাকালীনও বুথের দায়িত্ব পালন করতে যেতে হবে তাঁদের। নিয়ম বহির্ভূত ভাবে এমন দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে সরব হন মামলাকারীরা। জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) প্রাথমিক ভাবে মামলাটি গ্রহণ করেছে। আদালত সূত্রে খবর, আগামী সোমবার হতে পারে মামলার শুনানি।
আরও পড়ুন : আমেদাবাদ দুর্ঘটনার এক মাস পর মিরাক্যল! আগুনে ঝলসে গিয়েও বেঁচে ফিরল ৮ মাসের শিশু
এসআইআর নিয়ে জল্পনা: আগামী বছর বিধানসভা ভোট রয়েছে রাজ্যে। এদিকে বিহারের মতো বাংলাতেও এসআইআর চালু হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি বিএলওদের বিশেষ ট্রেনিং এবং বেতন বৃদ্ধির খবরেও শুরু হয়েছে কানাঘুষো।
আরও পড়ুন : বাংলাভাষী হওয়ায় মহিলা-শিশুকে নিগ্রহ? ‘ভিত্তিহীন’ বলে মমতার অভিযোগ ওড়াল দিল্লি পুলিশ
এ বিষয়ে অবশ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে কিছুই জানানো হয়নি। বলা হয়েছে, বিষয়টি তাদের এক্তিয়ারভুক্ত নয়। যা ঘোষণা করার নির্বাচন কমিশন করবে।