বাংলা হান্ট ডেস্কঃ চাকরি দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বেহাল দশা রাজ্যের। প্রাথমিক থেকে এসএসসি, প্রায় প্ৰতি ক্ষেত্রেই অনিয়মের অভিযোগ ওঠায় চলছে মামলা। আদালতে রায়ে চাকরি হারিয়েছেন বহু মানুষ। এরই মাঝে এবার টেট (Primary TET) পাস করেও শংসাপত্র না-পাওয়ার অভিযোগ। শেষমেষ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ ৬০ জন প্রাথমিক শিক্ষক।
টেট নিয়ে নয়া মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)
ওই সকল প্রাইমারি শিক্ষকের অভিযোগ, প্রাথমিকের নিয়োগ পরীক্ষা পাশ করলেও এখনও শংসাপত্র মেলেনি। যার জেরে নিয়োগ দুর্নীতির তদন্তে বারবার সিবিআইয়ের কাছে হেনস্থা হতে হচ্ছে তাদের। তাদের কাছে নিয়োগপত্র এবং কোর্টের নির্দেশের প্রতিলিপি দুইই আছে। তবে সার্টিফিকেট না থাকায় সমস্যায় পড়ছেন তারা। তার জেরেই মামলা।
সোমবার প্রাথমিক সংক্রান্ত এই মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে মামলাকারীদের আইনজীবী জানান, তাদের মক্কেলরা ২০১৪ সালে প্রাথমিক টেট পাশ করে হাই কোর্টের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। সমস্ত নিয়ম মেনেই তাদের নিয়োগ হয়েছে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে টেট পাশ সার্টিফিকেট পাচ্ছেন না তারা।
ওদিকে পর্ষদের আইনজীবী জানান, টেট পাশের শংসাপত্র সংগ্রহের জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়। তাদেরও দশ মাস সময় দিয়েছিল পর্ষদ। তবে সেই সময়ের মধ্যে আবেদন না করার জন্য সার্টিফিকেট মেলেনি। তিনি আরও বলেন, বিভিন্ন তদন্তে বর্তমানে ওই তথ্য সিবিআইয়ের কাছে আছে। পর্ষদের কাছে নেই। পর্ষদ তথ্য পেলে শংসাপত্র প্রকাশ করে দেবে।
আরও পড়ুন: ‘৭০ শতাংশ গাড়িই..,’ হাইকোর্টের কড়া নির্দেশ! অগাস্ট থেকে কত বাস বাতিল হবে কলকাতায়?
এর পাল্টা মামলাকারীদের আইনজীবীর দাবি, টেট পাশের মেধা তালিকা অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে থাকা উচিত। দু’পক্ষের বক্তব্য শুনে
মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, পর্ষদের গাফিলতির জেরে মামলাকারী ওই শিক্ষকদের হেনস্থা হতে হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এরপরই এই মামলায় সিবিআইকে যুক্ত করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি টেট সংক্রান্ত নথি সিবিআইয়ের কাছে আছে কি না, সেই বিষয়ও জানতে চায় হাইকোর্ট (Calcutta High Court) । চলতি সপ্তাহেই মামলার পরবর্তী শুনানি।