দীর্ঘ ৮ বছর পর প্রাথমিকে নিয়োগের ঘোষণা রাজ্যে, শূন্য পদ কত? জানুন খুঁটিনাটি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বুধবার থেকেই শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে প্রাথমিকে (Primary Teachers)। দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর এদিন থেকে ফের শুরু হল নিয়োগ। অনলাইনেই নিয়োগ চলবে বলে জানা গিয়েছে। মোট ১৩,৪২১ টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। তবে বিস্তারিত ভাবে এখনও জারি করা হয়নি নিয়োগ বিজ্ঞপ্তি।

প্রাথমিকে (Primary Teachers) নিয়োগ প্রক্রিয়া শুরু বুধবার থেকে

২০১৭ সালের পর থেকে নিয়োগ বন্ধ ছিল প্রাথমিকে নিয়োগ। তবে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগে নিয়োগ শুরু হওয়াকে যথেষ্ট তাৎপর্য দিয়ে বিচার করছে রাজনৈতিক মহল। গত ২৫ সেপ্টেম্বর প্রাথমিকে (Primary Teachers) নিয়োগ শুরু হবে বলে জানানো হয়েছিল। তবে তারপরে ২ মাস কেটে গেলেও কোনও নিয়োগ শুরু হয়নি। অবশেষে এদিন থেকে অনলাইনে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, এমনটাই খবর সূত্রের।

Primary teachers recruitment to start from today

ক্ষোভ চাকরিপ্রার্থীদের মধ্যে: এদিকে এতদিন পর নিয়োগ শুরু হলেও শূন্যপদ নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। এতদিন পর নিয়োগ, অথচ মাত্র ১৩,৪২১ টি শূন্যপদ কেন? প্রশ্ন তুলেছেন তাঁরা। আন্দোলনকারীদের অন্যতম মুখ হিসেবে বিদেশ গাজী প্রশ্ন তোলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩৪২১ টি শূন্যপদ সহ পূর্ণাঙ্গ নোটিফিকেশন কেন?

আরও পড়ুন : হাজার কোটি পর্যন্ত পৌঁছাতে পারে খরচ! বাংলায় বিজেপির নির্বাচনী বাজেট বাড়ালেও হিসেবের রাশ কেন্দ্রের হাতেই

উঠছে দ্বিচারিতার প্রশ্ন: তিনি আরও বলেন, এসএসসি শূন্যপদ বাড়াতে পারে। যদিও সরকারি ভাবে কিছু ঘোষণা হয়নি। প্রাইমারি (Primary Teachers) ক্ষেত্রে শূন্যপদ বাড়ানো হচ্ছে কেন? ২৩১৫ টি প্রাথমিক স্কুলশিক্ষক শূন্য। এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এর আগে পাঁচ বছর পর হয়েছিল প্রাথমিক টেট। তার ফল প্রকাশের পর কেটে গিয়েছে আরও ৩ বছর।

আরও পড়ুন : SIR-এর ফর্ম ফিল আপে এই ভুল করলেই সর্বনাশ! হতে পারে জেল পর্যন্ত

এদিকে নিয়োগের প্রাথমিক নোটিশ আসার পর দুমাস কেটে গিয়েছে। এই পরিস্থিতিতে দু দফা দাবি তুলেছেন চাকরিপ্রার্থী। নিয়োগে স্বচ্ছতার পাশাপাশি শূন্যপদ বাড়ানোর দাবিও তুলেছেন তিনি। যদি শূন্যপদ বাড়ানো না হয় সেক্ষেত্রে কী করণীয়? আন্দোলনকারীদের অন্যতম মুখ জানান, পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।