‘সরকারই চাইছেনা’, পরীক্ষার প্রশ্ন ফাঁস হতেই রাজ্যের দিকে আঙুল তুললেন ‘টেট পাশ’ পরীক্ষার্থী

বাংলা হান্ট ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) নিয়ে বিতর্কের শেষ নেই। এতদিন দুর্নীতির অভিযোগ তো ছিলই আর এবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ। প্রাইমারি টেট (Primary TET 2023) পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরীক্ষার প্রশ্নপত্র (Question Leaked)। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই অভিযোগকে মান্যতা না দিলেও ফাঁস হওয়া প্রশ্নপত্র বলছে দাবি সত্য।

২৪ ডিসেম্বর, ২০২৩ টেট পরীক্ষা শুরু হয় বেলা ১২ টা থেকে। তার ঠিক ১ ঘন্টার মাথায় সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে একটি প্রশ্নপত্র। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা প্রশ্ন মিলিয়ে দেখে দুটি প্রশ্নপত্রই হুবহু এক। তারপর থেকেই হতাশায় ঘিরে ধরেছে পরীক্ষার্থীদের। কেউ বলছে, এভাবে কোনওদিনই যোগ্যরা চাকরি পাবেন না। এক পরীক্ষার্থী তো বলেই দিলেন, ‘ফালতু’ এসব।

এইদিন প্রিয়াঙ্কা স্যানাল বলে এক পরীক্ষার্থীর সিট পড়েছিল হাওড়া জেলা স্কুলে। পরীক্ষা দিয়ে বেরিয়ে যখন জানতে পারলেন যে, প্রশ্নপত্র ভাইরাল হয়ে গিয়েছে তখন তিনি রীতিমত হতাশ। নিরাশ গলায় বললেন, ‘আগেরবারও টেট দিয়ে পাশ করে বসে আছি। কোনও গতি নেই। কোনও আশা নেই এই পরীক্ষা নিয়ে। এটাই শেষবার দিলাম। আর বসব না। টাকা খরচ করে টেটে বসা ফালতু।’

আরও পড়ুন : পরীক্ষা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল টেটের প্রশ্নপত্র! হতাশ পরীক্ষার্থীরা, মুখ খুলল পর্ষদ

একই সুর অন্যান্য পরীক্ষার্থীদের গলাতেও। প্রিয়াঙ্কা স্যানাল আরও বলেন, ‘আমাদের কোনও আশা নেই চাকরি পাওয়ার। আমরা ডিএলএড-এর যে পরীক্ষা দিই, সেই প্রশ্নপত্রও প্রতিবার বেরিয়ে যায়। আমি এ বছর সেকেন্ড ইয়ার দিই। প্রশ্ন বেরিয়ে গিয়েছিল। পরীক্ষার প্রশ্ন বেরিয়ে যাচ্ছে, জেনে উত্তর দিচ্ছে। আর যারা না জেনে পরীক্ষা দিচ্ছে, তাদের আর ওদের তো ফল এক হবে না। মনে তো হয় না চাকরি পাব বলে। এরপর আর টেট দেবও না।”

আরও পড়ুন : ‘বিক্রি হয়ে গেছে প্রশ্ন, কারও চাকরি হবে না!’ টেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু

পরীক্ষার্থীদের একাংশ মনে করছেন, এই টেট পরীক্ষার বিষয়টা গোটাটাই আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। অপর একজন বলেন, ‘২০২২ সালে পরীক্ষা দিয়ে পাশ করেছি। ইন্টারভিউ হয়নি। আবার ২০২৩ সালে পরীক্ষা দিচ্ছি। পর্ষদ নির্ভুল উপায়ে পরীক্ষা নিচ্ছে। অথচ নিয়োগ হচ্ছে না। আমরা আশা দেখছি না।’ অপরজন বললেন, ‘সরকার ইচ্ছা করলেই নিয়োগ করতে পারে। কিন্তু সরকারের সদিচ্ছার অভাব আছে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর