কবে হবে টেট নিয়োগ? প্রশ্নে জেরবার রাজ্যের বেকার যুবক-যুবতীরা, কী বলছে শিক্ষা পর্ষদ

Published on:

Published on:

Primary TET recruitment stuck in Bengal due to OBC case

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary TET Recruitment) নিয়ে ফের অনিশ্চয়তা। ২০২২ সালের টেটের ফল প্রকাশ হলেও নিয়োগ হয়নি, ২০২৩-এর ফল এখনও বেরোয়নি। আর ২০২৪ সালে কোনও প্রাইমারি টেটই হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে দাবি, এই জটের মূল কারণ OBC সংরক্ষণ মামলা। এর ফলে হাজার হাজার শিক্ষিত বেকারের জীবনে নেমে এসেছে হতাশার স্রোত।

পর্ষদ সূত্রে আরও জানা গিয়েছে, শূন্যপদের তালিকা চাওয়া হলেও এখনও রাজ্য সরকারের তরফ থেকে তা পাওয়া যায়নি। এই কারণে ফলপ্রকাশ এবং নিয়োগ, দু’টিই কার্যত থমকে রয়েছে।

OBC সংরক্ষণ মামলায় আটকে প্রাথমিক টেটের ফল প্রকাশ ও নিয়োগ (Primary TET Recruitment)

হাজার হাজার শিক্ষিত যুবক-যুবতী চাকরির জন্য অপেক্ষায়। কেউ কেউ রাস্তায় নেমে আন্দোলনও করছেন। “২০২২ সালের নিয়োগ এবং ২০২৩-এর ফল দুটোই থমকে রয়েছে OBC সংরক্ষণ মামলার কারণে,” বলছে পর্ষদ সূত্র। এদিকে চাকরিপ্রার্থীদের অভিযোগ, বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু চাকরি হচ্ছে না, বয়সও বেড়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালের টেট নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসে। সিবিআই সেই মামলার তদন্ত করছে। ২০২৩ সালে হাইকোর্ট ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। পরে ডিভিশন বেঞ্চ কিছুটা রেহাই দেয়। আবার সুপ্রিম কোর্টও বিষয়টি খতিয়ে দেখে। এখন মামলাটি কলকাতা হাই কোর্টের তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বিচারাধীন।

Primary TET recruitment stuck in Bengal due to OBC case

আরও পড়ুনঃ ‘গণতন্ত্রের মৃত্যু’, ১৩০তম সংশোধনী বিলকে জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর বললেন মমতা

OBC সংরক্ষণ মামলা থেকে শুরু করে দুর্নীতি কাণ্ড, একাধিক জটেই কার্যত স্তব্ধ হয়ে আছে প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary TET Recruitment)। রাজ্যের হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণীর ভবিষ্যৎ আজ আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।