কথা নয় এবার প্রমাণ! বেআইনি শিক্ষক নিয়োগে সরাসরি যুক্ত ছিলেন পার্থ, হাইকোর্টে জানাল CBI

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে শিক্ষক কেলেঙ্কারি নিয়ে তোলপাড় রাজ্য। বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২৩ জুলাই (Recruitment Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। তারপর এক বছর পেরিয়ে গেলেও এখনও জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তার।

দীর্ঘ এই সময়ে পার্থের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এনেছে দুই তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। এরই মধ্যে সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে CBI জানিয়েছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ১১ সেপ্টেম্বর, অর্থাৎ আজ সোমবার ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ সমান দুর্নীতির পর্দাফাঁস হবে।

সিবিআই এর এই চাঞ্চল্যকর দাবির পরই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। কী হতে চলেছে ১১ সেপ্টেম্বর? এই দিকেই নজর ছিল সকলের। এরই মধ্যে সোমবার কলকাতা হাইকোর্টের বিস্ফোরক দাবি করল সিবিআই। প্রাথমিকে বেআইনি নিয়োগে সরাসরি ভূমিকা ছিল পার্থ চট্টপাধ্যায়ের, আজ আদালতে মৌখিকভাবে একথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: হঠাৎ বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ CBI, কারণ সামনে আসতেই শোরগোল পড়ল আদালতে

শুধু তাই নয়, কেন্দ্রীয় সংস্থার আরও দাবি পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যও এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। মানিক যে বিভিন্ন সময়ে পার্থর চেম্বারে যেতেন সেই নিয়ে তথ্য প্রমাণও রয়েছে তাদের হাতে। আজ আদালতে এমনই বিস্ফোরক দাবি করে সিবিআই।

partha jail

আরও পড়ুন: ধনী ব্যবসায়ীরা ফেল! কেষ্টর কত কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED-CBI? জমা পড়ল হিসাব

যদিও আজ আদালতে এর থেকে বেশি শুনানি এগোয়নি বলেই জানা গিয়েছে। সূত্রের খবর এক আইনজীবী মারা যাওয়ায় আজ হাইকোর্টে কর্মবিরতি ঘোষণা করেন আইনজীবীরা। তাই আদালতে আইনজীবীরা উপস্থিত ছিলেন না। আগামিকাল মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত তথ্য আদালতকে দেওয়া হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। এবার হাইভোল্টেজ মঙ্গলে কী হতে চলেছে সেটাই দেখার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর